ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খাদ্যমেলায় বিএডিসির প্রথম পুরস্কার অর্জন

প্রকাশিত: ০৬:১০, ২১ অক্টোবর ২০১৭

খাদ্যমেলায় বিএডিসির প্রথম পুরস্কার অর্জন

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বিশ্ব খাদ্য দিবস ২০১৭ উপলক্ষে কৃষি মন্ত্রণালয় আয়োজিত খাদ্য মেলায় প্রথম পুরস্কার অর্জন করে। গত ১৮ অক্টোবর মেলার সমাপনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মোহাম্মদ নজমুল ইসলামের কাছ থেকে বিএডিসির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যবস্থাপক (উদ্যান) মোস্তফা সালাম। খাদ্য মেলায় ৫৭টি সরকারী-বসরকারী স্টল অংশগ্রহণ করে। রাজধানীর খামারবাড়ির আ কা মু গিয়াসউদ্দিন মিলকী অডিটরিয়াম চত্বরে ১৬ থেকে ১৮ অক্টোবর খাদ্য মেলা অনুষ্ঠিত হয়। মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন মডেল, হাইব্রিডসহ উন্নত জাতের মানসম্পন্ন ফসলের বীজ, বিভিন্ন ফলমূল ও শাকসবজি প্রদর্শন করায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে (বিএডিসি) প্রথম পুরস্কার প্রদান করা হয়। এছাড়া মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মোশারফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. ভাগ্য রানী বণিক ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক গোলাম মারুফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের হর্টিকালচার উইংয়ের পরিচালক মিজানুর রহমান।-বিজ্ঞপ্তি
×