ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজনীতিতে ফরমালিন ঢুকে গেছে ॥ কাদের

প্রকাশিত: ০৪:২৪, ১৫ অক্টোবর ২০১৭

রাজনীতিতে ফরমালিন ঢুকে গেছে ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে ফরমালিন ঢুকে গেছে। আমাদের দেশের কিছু রাজনীতিবিদ হচ্ছেন রাজধানীর পরিবহনের মতো। গাড়িতে সিটিং লিখে চিটিং করে বেপরোয়াভাবে চলছেন। যারা সব দলেই রয়েছেন। এসব নেতার সবাইকে পরিহার করতে হবে। শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতির ছুটি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধান বিচারপতি ছুটি চেয়েছেন লিখিতভাবে। আর সাংবাদিকদের কাছে বিদেশে যাওয়ার সময় যেটি দিয়েছেন, এটাও লিখিত বিষয়। এ নিয়ে দলের সর্বোচ্চ ফোরামের বৈঠকে আলোচনা করা হবে। প্রধান বিচারপতি তো অসুস্থ বলেই ছুটি চেয়েছেন রাষ্ট্রপতির কাছে। কলেজের ভর্তি কার্যক্রমে সরকারের মন্ত্রী-এমপিদের তদবিরকে পাত্তা না দেয়ার জন্য পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শুনছি আপনাদের ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের ভর্তি পরীক্ষায় মন্ত্রী-এমপিরা ডিও লেটার দেন। মন্ত্রী-এমপিদের এসব ডিও লেটারে ভর্তি নিয়ে মেধা নষ্ট করবেন না। কোন মন্ত্রী বা এমপি ডিও লেটার দেয়? কারও ডিও লেটারে ভর্তি নেবেন না।’ অনুষ্ঠান শেষে মন্ত্রী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন সরকারের এই প্রভাবশালী নেতা ও মন্ত্রী।
×