ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

গ্রিন ভার্সিটির উদ্যোগে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৫৯, ১১ অক্টোবর ২০১৭

গ্রিন ভার্সিটির উদ্যোগে মানববন্ধন

রোহিঙ্গাদের অবস্থান যেন স্থায়ী না হয়; এজন্য কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মিয়ানমার সরকারকে বাধ্য করার দাবিতে সোমবার শেওড়াপাড়ার গ্রিন ইউনিভার্সিটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম সামদানী ফকির, উপ উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ ও ছাত্র বিষয়ক পরিচালক মোঃ শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক ড. মোঃ ফায়জুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়। এর আগে একদিনের বেতন প্রদান করে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়ায় গ্রিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, রোহিঙ্গাদের মানবেতর অবস্থা বিশ্ববাসীর কাছে তুলে ধরা বেশি জরুরী। এজন্য সচেতন সমাজের প্রত্যেককে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় সরব হতে হবে। বক্তারা রোহিঙ্গা ক্যাম্পগুলোয় মানসম্মত খাবারের পাশাপাশি স্যানিটেশন ও নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে দেশী-বিদেশী সাহায্য সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। -বিজ্ঞপ্তি
×