ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৫:০৮, ১৫ সেপ্টেম্বর ২০১৭

চরফ্যাশনে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ১৪ সেপ্টেম্বর ॥ ভোলার চরফ্যাশন হাসপাতালের পেছনের রোড সংলগ্ন হারুন মাস্টারের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় ইউসুফ (২৮) ও আব্বাস (৩৫) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মন্নান মিস্ত্রির ছেলে। আব্বাস একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জালাল আহম্মদের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মোঃ হারুনের চরফ্যাশন হাসপাতালের দক্ষিণ পাশে একটি পাঁচতলা ভবনের নির্মাণ কাজ চলছে। প্রায় ৩ মাস পূর্বে ভবনের ভূ-গর্ভস্থ সেপটিক ট্যাঙ্কি নির্মাণ করেন। ওই ট্যাঙ্কির সেন্টারিং খোলার জন্য দুই শ্রমিক হাঁটু পানি থাকাবস্থায় ট্যাঙ্কিতে নামে। এসময় ভবনের কেয়ারটেকার ভবনের অদূরে চা খেয়ে ফেরার পথে তাদের লাশ দেখতে পায়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে এসে দুই শ্রমিককে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মু. এনামুল হক জানান, অতিরিক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কিশোরের লাশ উদ্ধার ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার জানান, শহরের কৃষ্টপুর এলাকা থেকে নিখোঁজের আট দিন পর বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাঘমারা মেডিক্যাল কলেজ ছাত্রাবাসের সেপটিক ট্যাংকের ভেতর থেকে জাহাঙ্গীর(১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গত ৭ সেপ্টেম্বর জাহাঙ্গীর রহস্যজনকভাবে নিখোঁজ হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এই ঘটনায় মামলা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি।
×