ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়েতে বাধা দেয়ায় হত্যার হুমকি

প্রকাশিত: ০৬:৪১, ১১ সেপ্টেম্বর ২০১৭

বাল্যবিয়েতে বাধা দেয়ায় হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১০ সেপ্টেম্বর ॥ মহাদেবপুরে বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার ঘটনায় বর ও কনে পক্ষের লোকজনের একাধিকবার মারপিটসহ হত্যার হুমকি দেয়ায় নির্যাতিত একটি পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এ ঘটনাটি ঘটেছে, উপজেলার ভীমপুর ইউনিয়নের চক দারসা গ্রামে। জানা গেছে, গত ২৪ আগস্ট রাতে ওই গ্রামের মিঠুনের সঙ্গে পার্শ্ববর্তী চকরাজা গ্রামের সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী রেমি খাতুনের বিয়ে দেয়ার প্রস্তুতি নেয়। এ সময় বাল্যবিয়ে প্রতিরোধে দারসা গ্রামের মামুনুর রশিদ উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেনকে এ বিষয়টি অবহিত করে।
×