ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চলন্ত বাসে গরুর ব্যাপারীর টাকা ছিনতাই করল বাস মালিক

প্রকাশিত: ০৫:৫৫, ৬ সেপ্টেম্বর ২০১৭

 চলন্ত বাসে গরুর ব্যাপারীর টাকা ছিনতাই করল বাস মালিক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া ঘাটে গরুর ব্যাপারীর টাকা ছিনতাইয়ের অভিযোগে মঙ্গলবার দুই বাস মালিক কাম ড্রাইভারকে আটক করেছে ট্রাফিক পুলিশ। ছিনতাইয়ের কথা তারা পুলিশের কাছে স্বীকার করেছেন। শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার সিরাজ শেখ নামে এক গরুর ব্যাপারী শিমুলিয়া ঘাটে ট্রাফিক বক্সে এসে অভিযোগ করেন, ঈদের দিন সকালে তিনি ঢাকার আমবাগিচা গরুর হাটে দুটি গরু দুই লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করেন। পরে নয়াবাজার থেকে মাওয়াগামী ডিএম পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৬১৩৮) বাসে ওঠেন। বাসটি সকাল নয়টার দিকে মাওয়া এলে যাত্রীদের নামিয়ে দিলেও সিরাজ শেখকে আটকে রেখে বাসটি দ্রুতগতিতে আবার ঢাকার দিকে চলতে শুরু করে। এ সময় চলন্ত বাসে অন্যজনকে চালাতে দিয়ে বাস মালিক কাম ড্রাইভার মোঃ আরিফুল ইসলাম আরিফ ও তার অপর সহযোগী মোঃ শাহ আলম ব্যাপারী তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে তার দুই লাখ ২৫ হাজার টাকা নিয়ে যায়। এ সময় তার অনুরোধে তাকে পাঁচ হাজার টাকা ফিরিয়ে দেয়। ঘটনা জানতে পেরে ডিএম পরিবহনের পরিচালকদের মাধ্যমে ওই বাস ও বাসের দুই সহযোগী আরিফুল ও শাহ আলমকে হাজির করলে গরুর ব্যাপারী তাদের শনাক্ত করেন। এ সময় ওই দুজন ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে। ছিনতাইকৃত টাকা কেরানীগঞ্জের হাসনাবাদে আরিফের বাসায় আছে বলে জানায়। পরে তাদের লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। লৌহজং থানার ওসি (তদন্ত) প্রাণবন্ধু জানান, এ বিষয়ে লৌহজং থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। টাকা উদ্ধারে হাসনাবাদে পুলিশ পাঠানো হয়েছে।
×