ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে এবার সার্ভিস গাড়ির ধাক্কা খেল লঙ্কান বিমান

প্রকাশিত: ০৫:৩২, ২১ আগস্ট ২০১৭

শাহজালালে এবার সার্ভিস গাড়ির ধাক্কা খেল লঙ্কান বিমান

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে সার্ভিস গাড়ির ধাক্কা লেগেছে। এতে উড়োজাহাজটির সামান্য ক্ষতি হয়েছে। কলম্বোগামী বিমানটি রবিবার দুপুর একটার দিকে যাত্রী নিয়ে ঢাকা ত্যাগের সিডিউল ছিল। এ ঘটনার পর টেকনিক্যাল পরীক্ষার জন্য যাত্রীদের বিমান থেকে টার্মিনালে নামিয়ে আনা হয়। এতে ফ্লাইটটি আড়াই ঘণ্টা বিলম্বের মুখে পড়ে। বিমানবন্দরে পরিচালক কাজী ইকবাল করিম জানান, নট ড্যামেজড টেস্টের (এনডিটি) পর বিমানটি পুনরায় যাত্রা করে। উড়োজাহাজের টয়লেট ক্লিনিং সার্ভিস গাড়ির একটি হাইড্রলিক আর্মস মুভমেন্টের সময় উড়োজাহাজের সঙ্গে ধাক্কা খায়। পরীক্ষা শেষে কোন ত্রুটি না থাকায় সেটা উড়ে যায়। তবে এতে বেশ বিলম্ব ঘটে। তিনি জানান, এ ঘটনায় দায়ী বিমানের চালকের লাইসেন্স জব্দ করা হয়েছে। এতে তাৎক্ষণিক বিমানের লোকজন তার লাইসেন্স ছাড়ানোর জন্য তদ্বির করতে আসে। আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। এ জাতীয় অপরাধ বা গাফিলতি করলে কাউকেই ক্ষমা করা হবে না। এ বিষয়ে বিমানের এক কর্মকর্তা বলেন, কেন এ ধরনের ঘটনা বারবার ঘটছে তাও খতিয়ে দেখতে হবে। এর আগেও এ ধরনের চারটি ঘটনা ঘটেছে গত ৮ মাসে।
×