ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দুই যুবকের আত্মহত্যা, বিদ্যুতস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫০, ১৩ আগস্ট ২০১৭

রাজধানীতে দুই যুবকের আত্মহত্যা, বিদ্যুতস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে দুই যুবক আত্মহত্যা করেছে। লালবাগের কামালবাগে একটি বিস্কুট কারখানায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর উত্তরায় বাদল (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। নিহতের পরিবার অভিযোগ করে, অফিসে টাকা চুরির অভিযোগে তাকে চোর অপবাদ দেয়া হয়। এই অভিমান সে আত্মহত্যা করেছে। শুক্রবার গভীর রাতে পুলিশ উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়ির ষষ্ঠ তলার নিজ বেডরুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। শনিবার দুপুরে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম জানান, বাদল ইউরো গ্রুপে চাকরি করত। শুক্রবার অফিসে কথা কাটাকাটি করে বিকেলে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের তার বাসায় আসে বাদল। এরপর বাদল তার রুমে ঢুকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তিনি জানান, ওই যুবক তার বাবা-মায়ের একমাত্র সন্তান। বাবা-মায়ের সঙ্গেই সেখানে থাকত সে। নিহতের পরিবারের বরাত দিয়ে ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম জানান, অফিস থেকে নাকি বাদল টাকা-পয়সা চুরি করত। এ বিষয়ে অফিসেও তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। ইউরো গ্রুপের চেয়ারম্যান নাকি বিভিন্ন জনকে এসব কথা বলেছেন। তাই অভিমান করে বাদল আত্মহত্যা করেছে। তিনি জানান, প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা রয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। এদিকে শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে নূর আলম (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের আত্মীয় বশির আহমেদ খান জানান, নূর আলম মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালে চাকরি করত। তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে মাতুয়াইলের মাইছপাড়ায় নিজ বাসায় থাকত। তিনি জানান, সকাল ৭টার দিকে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দেখেন বেডরুমে নূর আলম ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। পরে তাকে দ্রুত সেখান থেকে নামিয়ে সকাল ৯টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তিনি জানাতে পারেননি। বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু রাজধানীর লালবাগের কামালবাগে একটি বিস্কুট কারখানায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে হোসেন আলী (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম ইসমাইল হোসেন। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার ফুলগাঁও গ্রামে। সে লালবাগের কামালবাগ মদিনা বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করত এবং পাশের ফ্যাক্টরির স্টাফ কোয়ার্টারে থাকত। মৃতের ভগ্নিপতি শাহ জাহান জানান, শুক্রবার রাত্রিকালীন ডিউটি ছিল হোসেন আলীর। শনিবার ভোরের দিকে মেশিনটি বিদ্যুতায়িত হয়ে হোসেন অচেতন হয়ে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, দুপুরে ঢামেক মর্গে কিশোর হোসেন আলীর লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৮ জন গ্রেফতার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। শনিবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানিয়েছেন, ঈদ-উল-আযহার আগে কালোবাজারি, অবৈধ ভ্রমণকারী ও মাদকসেবীদের উৎপাত বন্ধে এ ঝাটিকা অভিযান চালানো হয়। ওসি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টিকেট কালোবাজারি, অবৈধ ভ্রমণ ও রেলস্টেশন এলাকায় মাদক সেবনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ওসি ইয়াসিন ফারুক জানান।
×