ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হামলা-মামলায় সাংবাদিক পরিবার এলাকা ছাড়া

প্রকাশিত: ০৬:৩৯, ২৬ জুলাই ২০১৭

হামলা-মামলায় সাংবাদিক পরিবার এলাকা ছাড়া

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৫ জুলাই ॥ একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা-মামলার কারণে পূর্বধলা উপজেলার কাজলা গ্রামের একটি সাংবাদিক পরিবারের সদস্যরা বেশ কিছুদিন ধরে পালিয়ে বেড়াচ্ছে। অব্যাহতভাবে পরিবারটির ওপর চলছে অত্যাচার-নির্যাতন। জানা গেছে, পুকুর পাড়ের একটি মেহগনি গাছ কাটাকে কেন্দ্র করে গত মে মাসে কাজলা গ্রামের সাংবাদিক দেলোয়ার হাসানের বড় ভাই বাহার উদ্দিন তালুকদারের সঙ্গে তার চাচাত ভাই মোখলেছুর রহমানের বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে মোখলেছুর রহমান ও তার লোকজন পরপর তিনবার হামলা চালিয়ে বাড়ি-ঘরের ক্ষতিসহ বাহার উদ্দিন, তার ছোট বোন নাসিমা সুলতানা, ছেলে ছোটন ও ছোটনের স্ত্রী হ্যাপি আক্তারকে মারধর করে। হামলায় নাসিমা সুলতানার হাতের দুটি আঙ্গুল কেটে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ি ও পূর্বধলা থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরদিন পুলিশের সহায়তায় তারা বাড়ি ফিরলে প্রতিপক্ষ ফের তাদের ওপর হামলা চালায় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ অবস্থায় বাহার উদ্দিন তার বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় ছোটবোনের বাসায় আশ্রয় নেন। ভয়ে এক মাস যাবত তারা বাড়িতে ফিরতে পারছেন না। এদিকে মোখলেছুর রহমান কয়েকদিন আগে বাহার উদ্দিন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন বলে জানান সাংবাদিক দেলোয়ার হাসান। হয়রানি রোধে ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দে জানান, দু’পক্ষের ওই বিরোধের ঘটনায় বাহার উদ্দিন পূর্বধলা থানায় একটি এবং মোখলেছুর রহমান আদালতে দুটি মামলা দায়ের করেছেন। বাহারউদ্দিনের দায়ের করা মামলাটির সত্যতা নিশ্চিত হওয়ায় আাদলতে চার্জশীট দেয়া হয়েছে। অন্যদিকে মোখলেছুর রহমানের মামলা দুটি তদন্তাধীন রয়েছে।
×