ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দক্ষ মানবসম্পদ গড়তে কাল ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশিত: ০৫:৪৭, ২৬ জুলাই ২০১৭

দক্ষ মানবসম্পদ গড়তে কাল ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ আইডিইবি ও সিপিএসসির উদ্যোগে তিন দিনব্যাপী ‘স্কিল ফর দ্য ফিউচার ওয়ার্ল্ড অব ওয়ার্ক এ্যান্ড টিভিইটি ফর গ্লোবাল কমপিটিটিভনেস’ আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় শুরু হচ্ছে। টেকসই উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সর্বোত্তম পদ্ধতি-কৌশলসমূহের ওপর পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে আবির্ভূত হওয়ার লক্ষ্যে দক্ষ বাংলাদেশ নির্মাণে নীতিগত সুপারিশ প্রণয়নে টিভিইটি নেটওয়ার্ক স্থাপনই এ সম্মেলনের মূল উদ্দেশ্য। মঙ্গলবার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্য সামনে রেখে আগামীকাল ২৭ জুলাই থেকে ২৯ জুলাই তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন চলবে। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ও কলম্বো প্লান স্টাফ কলেজ (সিপিএসসি) ম্যানিলার যৌথ উদ্যোগে সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন। সম্মেলনে সিপিএসসি সদস্যভুক্ত ১৬টি সদস্য দেশের ৪৩ থেকে ৫০ জন প্রতিনিধি অংশ নেবেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শতাধিক প্রতিনিধি অংশ নেয়ার কথা রয়েছে। সম্মেলনের আগে ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হচ্ছে টিভিইটি নেটওয়ার্ক নিয়ে আঞ্চলিক কর্মসূচী। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি একেএমএ হামিদ সংবাদ সম্মেলনে বলেন, এবারের আন্তর্জাতিক সম্মেলন নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। কারণ দিন যত যাচ্ছে দক্ষ জনশক্তির অভাব বাড়ছে। দিন পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেকনোলজির পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের সঙ্গে মানুষ সহজেই তাল মেলাতে পারছে না। এটা যে শুধু বাংলাদেশেই ঘটছে তা নয়। সারা বিশ্বেই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই দক্ষ জনবল তৈরি করার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যে ঘোষণা দিয়েছে তার জন্য সবার আগে প্রয়োজন হবে দক্ষ জনবলের। দক্ষ জনবলই দেশকে উন্নত দেশে পরিণত করবে। এজন্য এবারের সম্মেলনকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। আইডিইবির সাধারণ সম্পাদক ও স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মোঃ শামসুর রহমান বলেন, আন্তর্জাতিক সম্মেলনে টেকসই উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সর্বোত্তম পদ্ধতি-কৌশলসমূহের ওপর পারস্পরিক বিনিময় প্রয়োজন। ২০৪১ সালে উদীয়মান উন্নত দেশ হিসেবে আবির্ভূত হওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দক্ষ বাংলাদেশ নির্মাণে নীতিগত সুপারিশ প্রণয়নে টিভিইটি নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্যকে সামনে রেখেই তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ২৭ জুলাই বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সিপিএসসির মহাপরিচালক ড. লামহরি লামচি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২৭ থেকে ২৯ জুলাই আইডিইবি ভবনের একাধিক হলে বিভিন্ন সেশনে টিভিইটি গবর্নেন্স ও সক্ষমতা নির্মাণ কৌশল, বৈশ্বিক প্রতিযোগিতার জন্য টিভিইটি, গুণগত টিভিইটির নিশ্চিয়তার জন্য গবেষণা, নতুনত্ব ও শিক্ষা বিজ্ঞান, টিভিইটি ও দক্ষতা বৃদ্ধি পুনর্বিন্যাসের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন, টিভিইটি ও দক্ষতা উন্নয়নের জন্য গুণগত নিশ্চিয়তা, পেশাগত যোগ্যতা অর্জনের জন্য শিল্প-প্রতিষ্ঠানের সমন্বয় শিরোনামে পৃথক ৬০টি পেপার উপস্থাপন করবেন দেশ-বিদেশের টিভিইটি বিশেষজ্ঞরা। সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান বলেন, সম্মেলনের মূল পর্বের আগে ২৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় আইডিইবি ভবন সেমিনার হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, সভাপতিত্ব করবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। ২৭ জুলাই বেলা ২টায় আইডিইবি ভবন সেমিনার হলে প্লেনারি সেশন, যেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ। সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল লা মেরিডিয়ানে সেমিনারে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। ২৮ জুলাই সকাল সাড়ে ৯টায় আইডিইবি ভবন সেমিনার হলে প্লেনারি সেশনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরীর। সন্ধ্যা সাড়ে ৭টায় আইডিইবি ভবন সেমিনার হলে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ২৯ জুলাই সকাল ৯টায় বিজিএমই ভবনে গোলটেবিল আলোচনা ও কনফারেন্সের ঘোষণাপত্র চূড়ান্ত করা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল রেডিসন ব্লুতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৯ জুলাই বেলা ১১টায় বিদেশী অতিথিরা ধানম-িতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও বেলা ১২টায় জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং বেলা ১টায় মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। কারিগরি শিক্ষা অধিদফতর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, স্কিল এ্যান্ড ট্রেনিং এ্যানহান্সমেন্ট প্রজেক্ট, এফবিসিসিআই, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এটুআই, অস্ট্রেলিয়ার এডুকেশন এ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কো-পার্টনার হিসেবে অংশগ্রহণ করবে। সম্মেলন কমিটি জানিয়েছে, অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনের কার্যক্রমের বিষয়ে ব্যাপক প্রচারের মাধ্যমে প্রযুক্তির অন্তর্নিহিত শক্তিকে প্রত্যক্ষ করে তোলাসহ গণসচেতনতা সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তিমনস্ক জাতি গঠনের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এ সম্মেলন একটি মাইলফলক। শ্রমবাজারের জন্য দক্ষতা ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে দক্ষ বাংলাদেশ গড়ার অঙ্গীকার তুলে ধরা হবে আন্তর্জাতিক ওই সম্মেলনে। দক্ষতা উন্নয়নে বিভিন্ন গবেষণাপত্র উপস্থান করা হবে। এর মধ্যে বিদেশী প্রতিনিধিদের গবেষণাপত্রগুলোর বেশি গুরুত্ব দেয়া হবে। কারণ উন্নত দেশগুলো কিভাবে দক্ষ জনশক্তি গড়ে তুলছে। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশেও দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হবে। সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে জার্মান, অস্ট্রেলিয়া, নরওয়ে, সিঙ্গাপুর, ভারত, আফগানিস্তান, ভুটান, ফিজি, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপিন্স, তুরস্কের প্রতিনিধি ঢাকায় এসে পৌঁছেছেন। ২৯ জুলাই সকাল ৯টায় বিজিএমই ভবনে গোলটেবিল আলোচনা ও কনফারেন্সের ঘোষণাপত্র চূড়ান্তকরণ করা হবে। এ দিন বেলা ১১টায় বিদেশী অতিথিবৃন্দ ধানম-ির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। একই দিনে জাতীয় সংসদ ভবন পরিদর্শন, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।
×