ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রসবের পর নারীর পেটে গজ

পটুয়াখালীর সিভিল সার্জনসহ তিনজনকে তলব হাইকোর্টের

প্রকাশিত: ০৭:৫৭, ২৪ জুলাই ২০১৭

পটুয়াখালীর সিভিল সার্জনসহ তিনজনকে তলব হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ সন্তান প্রসবের সাড়ে তিন মাস পর এক নারীর পেট থেকে গজ বের করার ঘটনায় পটুয়াখালীর সিভিল সার্জনসহ তিনজনকে তলব করেছে হাইকোর্ট। অন্য দুজন হলেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের গাইনি বিভাগের প্রধান ও পটুয়াখালীর বাউফলের নিরাময় ক্লিনিকের মালিক। তাদের আগামী ১ আগস্ট হাজির হয়ে এ ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আপীল বিভাগের সাবেক বিচারপতি মোঃ জয়নুল আবেদীনকে হাইকোর্টের দেয়া জামিন নিয়ে করা শুনানিতে বেঞ্চ পরিবর্তনের নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। অন্যদিকে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে প্রতিবেদন দেয়ায় ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার রবিবার আদালতে তার ব্যাখ্যা দিয়েছেন। শুনানি ও আদেশের জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করে।
×