ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ১১ অপমৃত্যু

ধর্ষণের অভিযোগে বাস্তুহারা লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৫:১৩, ২৯ জুন ২০১৭

ধর্ষণের অভিযোগে বাস্তুহারা লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক এলাকায় আলাদা আলাদা ঘটনায় এগারো জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মাদক, মাদক বিক্রির টাকাসহ গ্রেফতার হয়েছে ৪ মাদক ব্যবসায়ী। ধর্ষণের অভিযোগে বাস্তুহারা লীগের এক নেতা গ্রেফতার হয়েছে। ঈদের দিন রাত ১২টার দিকে রাজধানীর বনানী থানাধীন মহাখালী দক্ষিণ পাড়া নিকেতন বাজার গেট সংলগ্ন স্থানে শফিকুল ইসলাম নামে এক ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত শফিক মহাখালী দক্ষিণ পাড়ার ৯১/২ নম্বর বাসায় স্ত্রী তানিয়া ও দুই বছর বয়সী কন্যা সন্তান সিনথিয়াকে নিয়ে ভাড়া থাকতেন। ময়মনসিংহের গৌরিপুরের কামারজান গ্রামের আবদুর রশিদের পুত্র ছিলেন তিনি। মহাখালী এলাকার আক্তার হোসেনের মালিকানাধীন একটি ডিশ লাইনের প্রতিষ্ঠানে লাইনম্যান হিসেবে কাজ করতেন। বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, ঈদের দিন স্ত্রী-সন্তানকে নিয়ে হাতিঝিলসহ অন্যান্য জায়গায় বেড়ান। রাতে মহাখালী দক্ষিণ পাড়া নিকেতন বাজার গেট সংলগ্ন জিপি-ক ১০৪ নম্বর শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে পরিবারকে রেখে বাচ্চার জন্য চিপস কিনতে বের হন শফিকুল। এর কিছু সময় পরে ওই বাসার অদূরে কে বা কারা শফিকুলকে ত্রলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনা নিহতের স্ত্রী তানিয়া বাদী হয়ে অজ্ঞাত ৫/৭ জনকে আসামি করে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন কুমার বলেন, শফিকুলের কোন শত্রু ছিল না বলে পরিবারের সদস্যদের দাবি। রাজধানীর উত্তরায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বাস্তুহারা লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফরিদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ জুন ওই ধর্ষণের ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করেছেন ভুক্তভোগী। এর পরদিন অভিযুক্ত ফরিদ খানকে গ্রেফতার করা হয়। উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সাবু বলেন, ভুক্তভোগী তরুণী মিরপুর এলাকার বাসিন্দা। তিনি একটি পোশাক কারখানার কর্মী। তাকে প্রলোভন দেখিয়ে উত্তরার একটি আবাসিক হোটেলে নেয়া হয়। সেখানেই তাকে ধর্ষণ করা হয়। আদালতের মাধ্যমে ফরিদ খানকে কারাগারে পাঠানো হয়। গত ২৫ জুন রমনার মগবাজারের হাজীপাড়ার ৫২/৩/বি নম্বর বাড়ি থেকে গভীর রাতে সোহরাব উদ্দিন সোহাগ শিকদার (২৬) নামে একজনের লাশ উদ্ধার হয়েছে। তার পিতার নাম আলী শিকদার। একই দিন কদমতলী থানাধীন হাজী বাড়ি এলাকা থেকে সজীব (৩৩) নামে একজনের লাশ উদ্ধার হয়েছে। তার পিতার নাম লাল মিয়া। বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের জমুজয় গ্রামে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গত ২৬ জুন বনানী থেকে ছুরিকাঘাতে নিহত সোহেল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। তার পিতার নাম বিল্লাল হোসেন। বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কর্ণপুরগ্রামে। তিনি মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে গাজীপুর যাওয়ার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন। গত ২৬ জুন রাতে মহাখালী ওভারব্রিজের ওপর থেকে অজ্ঞাত ৮/১০ বছর বয়সী এক নারী শিশুর লাশ উদ্ধার হয়েছে। একইদিন কামরাঙ্গীরচরের নূর মসজিদ এলাকা থেকে সুমী আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তার পিতার নাম মোশারফ বেপারী। সে স্থানীয় রায়াতুননেছা মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, ওই দিন মা সালমা আক্তার ভাত রান্না না করায় মেয়েকে গালমন্দ করেন। এতে অভিমান করে আত্মহত্যা করে। গত ২৬ জুন রমনা মডেল থানাধীন ৫৬ নম্বর নিউ ইস্কাটনের অটোপার্টস মার্কেটের একটি কক্ষ থেকে শিপন (৩০) নামে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশের দাবি। তার পিতার নাম আব্দুল মান্নান। একইদিন হাজারীবাগ থেকে রাত বারোটার দিকে সোহেলী আক্তার সাথী (২০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারিক কলহের জেরে অভিমানে আত্মহত্যা করে বলে পুলিশের ভাষ্য। তার পিতার নাম আব্দুল কুদ্দুস। বাড়ি ফরিদপুর জেলা সদরের নন্দলালপুরে। রমনার আরেকটি বাড়ি থেকে আলম নামে (২৫) এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। যাত্রাবাড়ি থেকে বুধবার বিকেল পৌনে ছয়টার দিকে মোনমোহন হাওলাদার (২৬) নামে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তার পিতার নাম মঙ্গল হাওলাদার। বাড়ি বরিশালের রাজিবপুরে। তিনি খিলগাঁও ১০৭৮ নম্বর বাড়িতে থাকতেন। ঈদের ছুটির মধ্যে রাজধানীর পৃথক এলাকায় যাত্রীবাহী বাসচাপায় একজনের মৃত্যু ও বিপুল পরিমাণ মাদক এবং মাদক বিক্রির টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। গত রবিবার ২৫ জুন বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর আগারগাঁও আইডিবির (ইসলামিক ডেভেলপমেন্ট ভবন) সামনে ঢাকায় চলাচলকারী জাবালে নূর পরিবহনের নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ আলী (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আলী রাজধানীর রমনা মডেল থানাধীন ইস্কাটন রোডের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে ছিলেন।
×