ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অচিরেই সারাদেশে ৪১ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হবে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৮, ৩১ মে ২০১৭

অচিরেই সারাদেশে ৪১ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হবে ॥ আইনমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ গত ৩১ মার্চ পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হিসাব অনুযায়ী ১ লাখ ৫৮ হাজার ৮৬৯টি মামলা বিচারাধীন রয়েছে। অচিরেই সারাদেশে ৪১ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সৃজন করা হবে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য বেগম আরা লুৎফা ডালিয়ার প্রশ্নের জবাবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান। আইনমন্ত্রী জানান, পুরনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির লক্ষ্যে প্রত্যেক আদালতে সাক্ষীর সমন জারি নিশ্চিতপূর্বক সাক্ষীগণকে হাজির করে দ্রুততম সময়ে সাক্ষ্য গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুরনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির লক্ষ্যে সলিসিটরের নেতৃত্বে মনিটরিং সেল কাজ করছে। প্রতি জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, বিচারকের শূন্যপদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে এবং আরও অধিক সংখ্যক বিচারকের পদ সৃজনসহ নিয়োগ এবং আদালতের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এছাড়াও বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলার জট কমানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংসদ সদস্য বেগম আখতার জাহানের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, অতি সম্প্রতি ২৫০ জন সিনিয়র সহকারী জজ/সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/ সমপর্যায়ের বিচারকদের যুগ্ম জেলাজজ/ সমপর্যায়ের পদে পদোন্নতি প্রদান করায় উক্ত পদগুলো শূন্য হয়েছে। ইতোমধ্যে ৯ম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ ১০০ জন প্রার্থীর মধ্যে ৯৭ জনকে সহকারী জজ পদে নিয়োগ দেয়া হয়েছে।
×