ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম নগরীর মহল্লাভিত্তিক সম্পদের মানচিত্র প্রণয়ন

প্রকাশিত: ০৬:০৮, ১০ মে ২০১৭

চট্টগ্রাম নগরীর মহল্লাভিত্তিক সম্পদের মানচিত্র প্রণয়ন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) মাধ্যমে জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচী বাস্তবায়ন লক্ষ্যে প্রথম ধাপে দেশের ৬টি সিটি কর্পোরেশন এবং ৬ পৌরসভা নিয়ে গবেষণা কাজ শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ কর্মসূচীর অধীনে ইতোমধ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে মহল্লাভিত্তিক সম্পদের মানচিত্র প্রণয়ন করা হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মিলনায়তনে অনুষ্ঠিত হয় মহল্লা ও সম্পদের মানচিত্র প্রণয়ন ফলাফল অবহিতকরণ সভা। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। চসিক মেয়র বলেন, দারিদ্র্য হ্রাসকরণ একটি কঠিন কাজ হলেও বাংলাদেশ ধীরে ধীরে নিজ থেকে বেরিয়ে আসছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন। এতে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও জোবাইরা নার্গিস খান, সিভিল সোসাইটির প্রতিনিধি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, ইঞ্জিনিয়ার মোঃ হারুন, প্রকৌশলী এমএ রশিদ, স্থপতি আশিক ইমরান, চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, স্থপতি এ কে এম রেজাউল করিম এবং কাউন্সিলরবৃন্দ মতামত ব্যক্ত করেন। চসিক মেয়র বলেন, বস্তিবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব। দারিদ্র্য হ্রাসকরণ একটি কঠিন কাজ হলেও বাংলাদেশে ধীরে ধীরে উত্তরণ ঘটছে। ইতোমধ্যে বাংলাদেশ নি¤œ-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আশা করা যায়, ২০২১ সনের মধ্যে মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন, ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।
×