ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জনপ্রতিনিধিদের বরখাস্ত করা যায় না ॥ এরশাদ

প্রকাশিত: ০৯:০০, ৫ এপ্রিল ২০১৭

জনপ্রতিনিধিদের বরখাস্ত করা যায় না ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্প্রতি তিন মেয়রকে বরখাস্ত প্রসঙ্গে বলেন, এক সঙ্গে তিন মেয়র বরখাস্ত! এটা কেমন কথা। এ কোন দেশে বসবাস করছি। এরা জনপ্রতিনিধি। এদের বরখাস্ত করা যায় না। মঙ্গলবার দুপুরে জাপার বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্র মজলিসের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ খোলফত মজলিসের মহানগর নেতা মাওলানা এস এম আল জুবায়েরের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, সারা পৃথিবীতে মুসলমানরা আজ নিগৃহীত। আমাদের দেশেও একই অবস্থা। প্রতিদিন অস্বাভাবিকভাবে ৭ থেকে ৮ জন মানুষ মারা যাচ্ছে। সন্ত্রাসীরা মানুষ মারছে, আবার সন্ত্রাসীরাও মরছে। যার অধিকাংশ মানুষের পরিচয়ও আমরা জানি না। জাপা প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, সদ্য যোগদানকারী মাওলানা এস এম আল জুবায়ের এবং ডাঃ নুুরুল ইসলাম। অনুষ্ঠানে দলের কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, যারা মানুষকে বেশি করে বোকা বানাতে পারে তারাই আজ বড় রাজনীতিবিদ। এ থেকে আমাদের বের হতে হবে। সমাজকে এগিয়ে নিতে পারে রাজনীতিবিদরা। তারা যদি সঠিক রাজনীতি না দিতে পারে তাহলে সমাজের অধঃপতন ঘটে। যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য এমএ কাসেম, এসএম ফয়সল চিশতী, সোলাইমান আলম শেঠ, উপদেষ্টা সৈয়দ দিদার বখত্, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ইসহাক ভূঁইয়া, আমিরউদ্দিন ডালু, এমএ রাজ্জাক খান, সুমন আশরাফ, নাজিম চিশতী প্রমুখ। খুলনা মহানগর জাপার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ খুলনা মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেছেন। পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী সুনীল শুভ রায়কে আহ্বায়ক, পার্টির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মুজিবর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং এস.এম. মুশফিকুর রহমানকে সদস্য সচিব করে ৮০ সদস্যবিশিষ্ট্য এই সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছেÑ যা অবিলম্বে কার্যকর হবে।
×