ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে এক রাতে ৭ বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ০৪:০২, ৮ মার্চ ২০১৭

আড়াইহাজারে এক রাতে ৭ বাড়িতে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৭ মার্চ ॥ আড়াইহাজারে ৭ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কারসহ চার লাখ টাকার মাল লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উপজেলার রাইনাদী কলাগাছিয়া ও ঝাউগড় এলাকায়। জানা গেছে, সোমবার গভীর রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে মাওলানা হযরত আলীর বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতদল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙ্গে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ দেড় লাখ টাকার মাল নিয়ে যায়। একই রাতে ডাকাতদল আড়াইহাজার পৌরসভাধীন ঝাউগড়া এলাকায় লেপতোশক ব্যবসায়ী ইব্রাহিম, দিনমজুর মোতালিব, সেলিনা বেগম, গুরুপদ দাস, হরিপদ দাস, ঠাকুর দাস ও প্রেমময় দরবার শরীফের পীর ইদ্রিছ আলীর বাড়িতে হানা দেয়। তারা প্রতিটি বাড়ির ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে ফেলে। পরে তারা টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ও মূল্যবান জিনিসপত্রসহ আড়াই লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। ভোলায় গৃহবধূ হত্যার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৭ মার্চ ॥ মঙ্গলবার দুপুরে সদর রোডে গৃহবধূ রুমি আক্তারের হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। হিউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরাম ও আলীনগর স্কুল এ্যান্ড কলেজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের সহপাঠী শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন পেশা-শ্রেণীর লোক অংশ গ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, নিহত রুমির মা জয়নব বিবি, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ, জেলা পরিষদের সদস্য এ রব স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খানম, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি মোশ্বিরউল্যাহ চৌধুরী, আলীনগর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ জ্যোতিলাল দে, জেলা মহিলা বিএনপির সভাপতি বিলকিস জাহান মুনমুন প্রমুখ। সদর উপজেলার আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে রুমি আক্তারের সঙ্গে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাখিরপোল শাহে আলম সড়কের বাসিন্দা মৃত আবু সুফিয়ানের ছেলে নজরুল ইসলাম ওরফে লিটনের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ১১ মাসের এক সন্তান রয়েছে। চাঁপাইয়ে জেএমবি সদস্যের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জামা‘আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুন্যাল-২’র বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আজ মঙ্গলবার এই আদেশ প্রদান করেন। দ-প্রাপ্ত জেএমবি সদস্য হচ্ছে, সদর উপজেলার জোহরপুর বকরিপাড়া দুরুল হোদার ছেলে সেলিম ওরফে হারুন মিস্ত্রি। চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা মামলার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে জানান, ২০০৯ সালের ৭ জুলাই র‌্যাব-৫ রাজশাহীর একটি দল জোহরপুর বকরিপাড়ায় একটি বাড়িতে দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য সেলিম ওরফে হারুন মিস্ত্রিকে আটক করে।
×