ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভিতরগড় উৎসব শুরু ১১ মার্চ

প্রকাশিত: ০৪:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

ভিতরগড় উৎসব শুরু  ১১ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ দেশের সর্ববৃহৎ প্রতœস্থল ‘ভিতরগড়’-এর গুরুত্ব তুলে ধরতে আগামী ১১ মার্চ শুরু হতে যাচ্ছে ভিতরগড় উৎসব। চলবে ১৭ মার্চ পর্যন্ত। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সার্বিক সহযোগিতায় সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজের (সিএএস) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন সিএএসের পরিচালক অধ্যাপক ড. শাহনাজ হুসেন জাহান। তিনি বলেন, পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নে অবস্থিত ভিতরগড় প্রতœস্থলটির আয়তন ২৫ বর্গকিলোমিটার, বাংলাদেশের সর্ববৃহৎ বেষ্টনী আবদ্ধ জনপদ। ২০০৮ সাল থেকে এখানে ইউল্যাব নিজস্ব অর্থায়নে গবেষণা ও সংরক্ষণের কাজ করে আসছে। ২০১৩ সাল থেকে সরকার সহযোগিতা করছে। তিনি আরও বলেন, ভিতরগড়ে প্রতœতাত্ত্বিক গবেষণার মাধ্যমে উন্মোচিত হয়েছে ৮-৯ শতকে নির্মিত ৯টি স্থাপত্যের ভিত্তি কাঠামো এবং মাটি ও ইট দিয়ে তৈরি চারটি বেষ্টনীর প্রকৃত স্বরূপ, পরিখা, প্রাচীন দশটি দীঘিসহ নানা ধরনের মাটি, লোহা, কাঁসা এবং পাথর নির্মিত প্রতœবস্তু, যা বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ইতিহাস আলোচনায় অমূল্য উপাদান। আয়োজকরা জানান, এ উৎসবে সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্যে থাকবেÑ পক্ষীখেলা, হাঁসখেলা, লাঠিখেলা, হুলীর গান, সত্যপীরের গান, শিশুদের জন্য চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইউল্যাবের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক জহিরুল হক ও প্রতœতত্ত্ব অধিদফতরের উপ-পরিচালক (প্রতœ) মোঃ আমিরুজ্জামান উপস্থিত ছিলেন।
×