ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দেশে প্রথম ভয়েস মেইল সেবা উদ্বোধন করলেন জয়

প্রকাশিত: ০৫:৫০, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

দেশে প্রথম ভয়েস মেইল সেবা উদ্বোধন করলেন জয়

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রথমবারের মতো ভয়েস মেইল চালু হলো। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গণভবন থেকে বিটিআরসির চেয়ারম্যানকে ভয়েস মেইল পাঠিয়ে সোমবার এই সেবার উদ্বোধন করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ভয়েস মেইল পাঠিয়ে অভিনন্দন জানান। ভয়েস মেইল উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ উপদেষ্টা তার ভয়েস মেইলে বলেন, বিটিআরসির চেয়ারম্যান সাহেব আমি সজীব ওয়াজেদ বলছি, আইসিটি এ্যাডভাইজার। বাংলাদেশে এই প্রথমবারের মতো ভয়েস মেইল সার্ভিস চালু করার জন্য আপনাকে এবং বিটিআরসিকে আমার ‘কংগ্রাচুলেশন্স’ ও কৃতজ্ঞতা। থ্যাংক ইউ এবং জয়বাংলা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, গত নবেম্বরে এক গণশুনানিতে শীঘ্রই স্বল্প মূল্যে ভয়েস মেইল চালুর প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। এই সেবা নতুন কোন সেবা না। এই সেবা অনেক আগে থেকেই চালু আছে। কয়েকটি অপারেটর এই অফার আগেই চালু করেছিল। গ্রাহকদের আগ্রহ অনাগ্রাহের কারণে এতদিন সেবাটি চালু হয়নি। কিন্তু গ্রাহকদের এ সেবা নেয়ার প্রক্রিয়া ছিল ‘কমপ্লিকেটেড ও দীর্ঘ প্রসেস’। সাধারণ গ্রাহকরা তাতে উৎসাহিত হয়নি। এখন আশা করা যাচ্ছে, সেবাটি গ্রাহকরা গ্রহণ ও কার্যক্ষেত্রে প্রয়োগ করবে। ভয়েস মেইল সেবা চালু হলে নেটওয়ার্কের ওপর চাপ কম পড়বে। একবার ফোনে না পেয়ে মেসেজ রেখে দিলে বারবার ফোন করার প্রয়োজন হবে না। প্রয়োজনীয় কথা রেকর্ড করে ব্যবহারকারীরা পাঠিয়ে দিতে পারবেন মোবাইল নম্বরে। তবে এই সেবা ‘ইউজার ফ্রেন্ডলি করতে হবে।’ রবি, বাংলালিংক ও টেলিটক এ সেবা চালু করেছে। আগামীতে গ্রামীণফোনও সেবার আওতায় চলে আসবে বলে আশাপ্রকাশ করেছেন। মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে তাদের ১২ লাখ গ্রাহক ভয়েস মেইল সেবা নিচ্ছে। এই সেবার চাহিদা অনেক বেশি রয়েছে। এই সেবায় কল করলে যে চার্জ হয়- একই পরিমাণ চার্জই হবে। আগামীতে এ সেবা নিয়ে মার্কেটিং ক্যাম্পেইন করা হবে। ভয়েস মেইল সেবা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, বাংলালিংকের সিইও এরিক অসসহ বিটিআরসি কমিশনার ও অন্যান্য অপারেটরের প্রতিনিধিগণ।
×