ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে তুলার গুদামে অগ্নিকা- ॥ প্রহরীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৪০, ২৯ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জে তুলার গুদামে অগ্নিকা- ॥ প্রহরীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৮ জানুয়ারি ॥ বন্দরের ধামগড় ইউনিয়নের সোনাচোরা এলাকায় শনিবার ভোরে তুলার গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে নূরুল ইসলাম (৯০) নামে বৃদ্ধ এক নাইটগার্ডের মৃত্যু হয়েছে। অপর নাইটগার্ড আলী আকবরকে (৮০) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নূরুল ইসলাম বন্দরের রামনগর এলাকার মৃত আবদুল গফুরের ছেলে। আহত নাইটগার্ড আলী আকবর বন্দরের সোনাচোরা এলাকার মৃত হাবু মিয়ার ছেলে। অগ্নিকা-ের ঘটনায় ৬টি তুলার গুদাম, গুদামে রাখা ৬টি ইজি বাইক, ৩টি অটোরিকশা পুড়ে গেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়। এতে প্রায় ২৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে। বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ের কারণ জানা যায়নি। জানা গেছে, শনিবার ভোরে বন্দরের সোনাচড়া এলাকার ইলিয়াছ মেম্বারের মালিকানাধীন তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন অপর ৫টি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় গুদামের তালা ভেঙ্গে ভেতর থেকে আলী আকবর নামে এক নাইটগার্ডকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আগুনের তীব্রতা আরও বেড়ে যাওয়ায় বন্দর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর গুদামের ভেতরে প্রবেশ করে নাইটগার্ড নূরুল ইসলামের আগুনে পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এলাকাবাসী জানান, নিহত নূরুল ইসলাম ও আলী আকবর তুলার গুদামের নাইটগার্ড ছিলেন। শুক্রবার রাতে তারা দুজন গোডাউন পাহারা দিচ্ছিলেন। গোডাউনের গেট ও দরজা বন্ধ রেখে দুই নাইটগার্ড গোডাউনের ভেতরে অবস্থান করছিলেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গোডাউনে আগুন লাগে। চট্টগ্রামে ৪ বসতঘর চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম নগরীর সবুজবাগ এলাকায় আগুনে পুড়েছে চারটি বসতঘর। শনিবার ভোর ৪টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে চার মালিকের বড় চারটি ঘর পুড়ে যায়। সেখানে ২৮টি পরিবার ভাড়ায় থাকত। ভোর চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি গাড়ি অকুস্থলে ছুটে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে অন্তত ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্তদের দাবি ক্ষতির পরিমাণ অনেক বেশি। নাটোর নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বাগাতিপাড়ায় অগ্নিকা-ে এক পরিবারের ৫ টি বসতঘর পুড়ে গেছে। শনিবার সকালে উপজেলার দয়ারামপুর ডুমরাই রামপাড়া গ্রামের মৃত ছাইফুদ্দিনের ছেলে জাকারিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার দয়ারামপুর ডুমরাই রামপাড়া গ্রামের মৃত ছাইফুদ্দিনের ছেলে জাকারিয়ার বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে জাকারিয়াসহ তার ৪ ভাইয়ের বসতঘর এবং ঘরে থাকা নগদ অর্থসহ, বাড়ির আসবাবপত্র পুড়ে যায়। সিলেট স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, ফেঞ্চুগঞ্জ উপজেলার খিলপাড়া মা লাকি কমিউনিটি সেন্টারের গ্যারেজে অগ্নিকা-ে একটি সিএনজি অটোরিক্সা ও একটি মাইক্রোবাস ভস্মীভূত হয়েছে। শনিবার সকালে কমিউনিটি সেন্টারের গ্যারেজে এ ঘটনা ঘটে। অগ্নিকা-ে একটি সিএনজি অটোরিকশা সম্পূর্ণ ও সিএনজির পাশে থাকা একটি মাইক্রোবাসের অর্ধেকাংশ পুড়ে যায়।
×