ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৮:৫৫, ২৬ জানুয়ারি ২০১৭

রাজধানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার ॥ ফেব্রুয়ারির মধ্যে পশ্চিম শেওড়াপাড়ার পীরেরবাগ সড়ক দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। একই সঙ্গে কেউ যদি স্থাপনা উচ্ছেদ করতে না চান বা বাধা দেন কিংবা কেউ যদি তার অবস্থান থেকে সরতে না চায় সেক্ষেত্রে জোর করেই তাকে সরিয়ে দেয়া হবে। বুধবার দুপুরে পীরেরবাগ সড়কটি দখলমুক্ত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন। এলাকায় বুধবার সকাল থেকে ডিএনসিসির সহায়তায় রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খন্দকার অলিউর রহমান দিনভর অভিযান চালান। এ সময় কমপক্ষে ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ও অবৈধভাবে নির্মিত বাউন্ডারি ওয়াল ভেঙ্গে রাস্তার জায়গা উন্মুক্ত করে দেয়া হয়।
×