ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মানবপাচারকারী ও জিম্মি চক্রের ১৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৮:৪০, ২০ জানুয়ারি ২০১৭

মানবপাচারকারী ও জিম্মি চক্রের ১৫ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী ও জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট, বিভিন্ন দেশের জাল ভিসা, অবৈধ ভিসা তৈরির সরঞ্জাম ও বিদেশী মুদ্রা। গ্রেফতারকৃতদের মাধ্যমে লিবিয়া থেকে অপহৃত একজনকে উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশীদের সহায়তায় র‌্যাব-৩ এর সার্বিক তত্ত্বাবধানে সুমন নামের একজনকে লিবিয়া থেকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত আনা হয়। সুমন ও তার পরিবারের বক্তব্য মোতাবেক র‌্যাব অভিযান চালাতে থাকে। অভিযানের ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিদেশে পাঠানোর নামে পাচার করে মুক্তিপণ আদায় চক্রের হোতা মোঃ সেলিমুজ্জামান (৪১), মোঃ শহিদুল ইসলাম (৪৭), মাসুম আহমেদ (৩৬), মোঃ রাশেদ খান (৩৯), এ এস এম মাহমুদুল হাসান ওরফে সুজন (৩৮), বিমানের পরিচ্ছন্নকর্মী রাসেল খান (৩২), প্রতারক আব্দুল হালিম (৪০) ও তার স্ত্রী মোছাঃ সাহিদা বেগমসহ (৩২) ১৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
×