ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চে শেষ টেস্টে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫২, ১৯ জানুয়ারি ২০১৭

ক্রাইস্টচার্চে শেষ টেস্টে বাংলাদেশ

মিথুন আশরাফ ॥ ক্রাইস্টচার্চে শুরু। ক্রাইস্টচার্চেই শেষ। ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মিশন শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেই ক্রাইস্টচার্চের হাগলি ওভালেই বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শেষ হচ্ছে। শুক্রবার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি এ স্টেডিয়ামেই শুরু হবে। ভোর চারটায় শুরু হবে টেস্টটি। এ ম্যাচটি শেষ হতেই এবারের নিউজিল্যান্ড সফরও শেষ হবে বাংলাদেশের। ওয়ানডে ও টি২০ সিরিজের পর কী টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ? দ্বিতীয় টেস্টে কেমন করবে বাংলাদেশ? এ প্রশ্নগুলোই এখন সবার মুখে মুখে। প্রথম টেস্টে এত দাপট দেখিয়েও যে ম্যাচ হেরেছে, সেই ক্ষত এখনও যাচ্ছে না। হতাশা ঘিরে রেখেছে। সেই হতাশা নিয়ে দ্বিতীয় টেস্টে ভাল করা কী সম্ভব? এরসঙ্গে আবার চোট সমস্যায় ধুঁকছে দল, দলের ক্রিকেটাররা। মুশফিকুর রহীম বুড়ো আঙ্গুলের ব্যথা এখনও ভুগছেন। ওপেনার ইমরুল কায়েসের উরুতে সমস্যা এখনও রয়ে গেছে। তামিম ইকবালের বাঁ হাতের বুড়ো আঙ্গুলের চোট এখনও সারেনি। প্রথম টেস্টে ব্যাটিং করার সময় আবার পাঁজরে ব্যথা পেয়েছেন মুমিনুল হক। এ চার ক্রিকেটারের মধ্যে মুশফিক শেষ পর্যন্ত ব্যাট হাতে নামলেও উইকেটরক্ষকের ভূমিকায় নিশ্চিত থাকতে পারবেন না। নিউজিল্যান্ডের চিকিৎসকরা অবশ্য মুশফিককে দ্বিতীয় টেস্টে খেলতে নিষেধ করেছেন। ইমরুল দ্বিতীয় টেস্টে নাও খেলতে পারেন। ব্যথা নিয়ে হলেও তামিমকে খেলতে হবে। মুমিনুল ম্যাচের আগ পর্যন্ত সুস্থ হয়ে উঠবেন। দলের সেরা ক্রিকেটারদের মধ্যে চারজনই যদি পুরোপুরি ফিট না থাকেন, তাহলে দল আর কতদূর কী করতে পারবে? সেই প্রশ্ন থাকছে। ক্রাইস্টচার্চের স্মৃতিও আবার বাংলাদেশ দলের কাছে সুখকর নয়। সিরিজের প্রথম ম্যাচে (প্রথম ওয়ানডেতে) ৭৭ রানে হেরেছিল বাংলাদেশ। এই একটি ম্যাচই ক্রাইস্টচার্চে খেলেছে বাংলাদেশ। এবার খেলবে টেস্টে। ওয়ানডে ও টেস্টের মধ্যে অনেক পার্থক্য। টেস্টে লম্বা সময় ধরে খেলতে হয়। যা ক্রাইস্টচার্চে ব্যাটসম্যানদের জন্য কঠিনই বলা চলে। বোলারদের দখলেই থাকে নিয়ন্ত্রণ। এখন দেখা যাক, বাংলাদেশ দল এরপরও প্রথম টেস্টের হতাশা দূর করে কত দূর এগিয়ে যেতে পারে। দ্বিতীয় টেস্টেও যদি বাংলাদেশ হারে, তাহলে নিউজিল্যান্ড থেকে খালি হাতেই ফিরতে হবে। বরাবরের মতো এবারও শুধু হারই হবে নিয়তি। এবার নিউজিল্যান্ড সফরেতো টানা ৮টি আন্তর্জাতিক ম্যাচ হার হবে। তিন ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। তিন ম্যাচের টি২০ সিরিজেও একই দশা হয়েছে। প্রথম টেস্টে ৭ উইকেটে হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। দ্বিতীয় টেস্টে হারলে দুই টেস্টে হারের সঙ্গে টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। সেইসঙ্গে ২০০১ সাল থেকে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে কোন ম্যাচে জয় ছাড়াই থাকতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে ভাল খেলার আশাবাদ প্রকাশ করেছেন। বলেছেন, ‘লড়াইয়ে ফেরা অসম্ভব কিছু নয়। সময়ই বলবে আমরা সেটা পারব কিনা। তবে আমাদের সব চেষ্টা ও পরিকল্পনা নিজেদের ফিরে পাওয়ার লক্ষ্যেই।’ এখন দেখা যাক বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টে কেমন করে।
×