ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দেশী সফটওয়্যার ব্যবহার হলে রিজার্ভ চুরি হতো না ॥ মোস্তাফা জব্বার

প্রকাশিত: ০৮:৩৩, ৪ জানুয়ারি ২০১৭

দেশী সফটওয়্যার ব্যবহার হলে রিজার্ভ চুরি হতো না ॥ মোস্তাফা জব্বার

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় সফটওয়্যার ব্যবহার হলে রিজার্ভ চুরি হতো না মন্তব্য করে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার বলেছেন, অনেক বেশি দামে বিদেশ থেকে সফটওয়্যার আমদানি করার পরও রিজার্ভ চুরি ঠেকানো যায়নি। কিন্তু আমি মনে করি দেশীয় সফটওয়্যার ব্যবহার করলে রিজার্ভ চুরি হতো না। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার ও রাজস্ব সংরক্ষণের সঙ্গে সম্পৃক্ত সংগঠনের ক্যাব, বেসিস, বিবি, আরজেএসসি, আইপিআরের পার্টনারশিপ ডায়ালগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অংশীদারিত্বমূলক ওই সংলাপে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। সংলাপে বক্তারা বলেন, দেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে প্রয়োজন কাক্সিক্ষত রাজস্ব। নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় রাজস্ব বোর্ড অংশীজনদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরির উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বেসিস সভাপতি বিশিষ্ট প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার বলেন, বাংলাদেশের প্রযুক্তিবিদরা বিশ্বের অনেক জায়গার সফটওয়্যার তৈরি করে। অথচ আমাদের দেশে বিদেশ থেকে বেশি অর্থ দিয়ে সফটওয়্যার আমদানি করে। বাংলাদেশ ব্যাংক অনেক বেশি টাকা খরচ করে বিদেশ থেকে সফটওয়্যার আমদানি করে ব্যবহার করছে কিন্তু একই মানের সেই সফটওয়্যার মাত্র ২ কোটি টাকায় দেশীয় কোম্পানি সরবরাহ করতে পারে। এত বেশি দামি সফটওয়্যার এনেও রিজার্ভ চুরি ঠেকাতে পারেনি। বরং দেশীয় সফটওয়্যার ব্যবহার করলে রিজার্ভ চুরি হতো না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে। কিন্তু ঘোষণা অনুসারে সরকারী সংস্থাগুলো ডিজিটালাইজ করা হচ্ছে না। এখনও সরকারী অফিসগুলো কাগজ ফাইলে ভরপুর। তাই আকাশ থেকে সফটওয়্যার এনে অবস্থার পরিবর্তন করা যাবে না। তিনি আরও বলেন, বাংলাদেশী তরুণেরা তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। দেশের তরুণরা এখন বিদেশীদের সফটওয়্যার তৈরি করছে। বিশেষ অতিথির বক্তব্যে কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাক্তন চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ভ্যাট আরোপের ক্ষেত্রে এনবিআর এমন কিছু করবে না, যা জনগণের ক্ষতি হয়। তিনি বলেন, ইতোমধ্যে বেশ ইতিবাচক পদক্ষেপ নিয়েছে এনবিআর। যা প্রশংসার দাবিদার। ভ্যাট ফাঁকি কমাতে ব্যবসায়ীদের ইসিআর ব্যবহার নিশ্চিত করাটা জরুরী। সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান অংশীদারিত্বমূলক সংলাপে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণের অংশগ্রহণের মাধ্যমে সংলাপে উত্থাপিত মতামত, সুপারিশসমূহ পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে সহযোগিতার আশ্বাস দেন। এক্ষেত্রে তিনি বাংলাদেশ ব্যাংক, ক্যাব, বেসিস, আরজেএসসি এবং আইপিএবি’র সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
×