ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৬, ২৯ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

বেনাপোলে ২৮ নারী পুরুষ ও শিশু আটক স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল লোকাল বাসস্ট্যান্ড থেকে বুধবার দুপুরে ২৮ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি। আটকদের মধ্যে ১২ পুরুষ ১০ নারী ও ৬ শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। ২৬ বিজিবি’র বেনাপোল সদর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান, বেশকিছু নারী-পুরুষ ও শিশু ভারত থেকে ফিরে বেনাপোল থেকে একটি বাস রিজার্ভ করে নড়াইল ও খুলনা যাচ্ছে। এ সময় বিজিবি অভিযান চালিয়ে ওই বাসটি আটক করে ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে ২৮ নারী-পুরুষ ও শিশু আটক করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সুবেদার শহিদ। ল্যাপটপ চুরি ॥ প্রতিবাদে মানববন্ধন রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে হঠাৎ করে বেড়েছে ল্যাপটপ চুরির ঘটনা। অভিনব কায়দার কক্ষের তালা খুলে গত এক মাসে বিভিন্ন হল থেকে দশটি ল্যাপটপ চুরি হয়েছে। একের পর এক ল্যাপটপ চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আবাসিক শিক্ষার্থীদের মাঝে। তারা বলছে, কোন সক্রিয় সিন্ডিকেট এই চুরির সঙ্গে জড়িত। হল প্রশাসন বলছে, চুরি বন্ধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে। এদিকে হল থেকে ল্যাপটপ চুরির প্রতিবাদ জানিয়ে আবাসিক হলের নিরাপত্তা জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন। মাদার বখ্শ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ‘গত এক মাসে আমাদের হল থেকে পাঁচটি ল্যাপটপ চুরি হয়েছে। চুরির ঘটনাগুলোর মধ্যে মিল থাকায় মনে হচ্ছে কোন সক্রিয় সিন্ডিকেট এর সঙ্গে জড়িত। জিয়া হলের ছাত্র জুবায়ের হোসেন বলে, এক সপ্তাহ আগে আমার কক্ষের (৩৫৭) তালা খুলে ল্যাপটপসহ প্রায় ৫০ হাজার টাকার জিনিসপত্র চুরি হয়েছে। বিষয়টি হল প্রাধ্যক্ষকে জানালে উল্টো রাগ দেখিয়ে তিনি বলেছেন, ‘এত রাত পর্যন্ত হলের বাইরে থাকার কী দরকার? বাইরে যাওয়ার সময় ল্যাপটপ সঙ্গে করে নিয়ে যেতে পারো না!’ এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. মোস্তফা তারিকুল আহসান বলেন, এই চুরিগুলো হলের শিক্ষার্থীরাই করে। শিক্ষার্থীরা সচেতন না হলে আমরা কিছুই করতে পারবো না। পাঁচ কোটি টাকার ইয়াবা জব্দ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেন্টমার্টিন সাগরে অভিযান চালিয়ে বুধবার ভোর রাতে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। ট্রলারের গতিরোধ করতে এক রাউন্ড ফাঁকা গুলিও বর্ষণ করা হয়েছে। জানা গেছে, কোস্টগার্ড টেকনাফের একটি টহল দল সেন্টমার্টিন দ্বীপের অদুরে সাগরে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে ধাওয়া করে। ধাওয়াকালীন চোরাচালানিরা বোট হতে পাথর ছুড়ে মারলে ওই বোটকে থামানের লক্ষ্যে ১ রাউন্ড ফাঁকা গুলি করে কোস্টগার্ড। ভাসমান বস্তাটি উদ্ধার ও বস্তার ভেতর থেকে পাঁচ কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। পীরগঞ্জে কম্বল বিতরণ সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২৮ ডিসেম্বর ॥ বুধবার দুপুরে পীরগঞ্জ পৌরসভার হল রুমে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে পৌর কর্তৃপক্ষ কম্বল বিতরণ করেছে। পৌর শহরের ৯ ওয়ার্ড থেকে হতদরিদ্র, বয়স্ক ও শীতার্ত মানুষকে বাছাই করে তাদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করেন। ওই সময় পৌর মেয়র কশিরুল আলম, পৌর কাউন্সিলর হাসিনুর রহমান (লাল), আমিনুল ইসলাম, মোঃ মিলন, খোতেজা বেগম, সাংবাদিক মোশাররফ হোসেন ও সমাজ সেবক বিনদ চন্দ্র রায় উপস্থিত ছিলেন। মৎস্য বিষয়ক সম্মেলন রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মৎস্য আহরণ পরবর্তী নিরাপত্তা ও স্বাস্থ্যসম্পর্কিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। ফিশারিজ বিভাগের সভাপতি অধ্যাপক আফজাল হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হেকেপ প্রকল্পের পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মহান্ত ও রাবি কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক সাইফুল ইসলাম। সম্মেলনের প্রথম দিনে দেশী-বিদেশী অধ্যাপকরা প্রবন্ধ উপস্থাপন করেন।
×