ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লাশ পাওয়া না গেলে জিয়ার মাজার গুঁড়িয়ে দেয়া উচিত ॥ ড. হাছান

প্রকাশিত: ০৫:৫২, ৬ ডিসেম্বর ২০১৬

লাশ পাওয়া না গেলে জিয়ার মাজার গুঁড়িয়ে দেয়া উচিত ॥ ড. হাছান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চন্দ্রিমা উদ্যানের কবরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ আছে কি-না সরকারকে তা যাচাই করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যদি লাশ না পাওয়া যায় তবে তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া উচিত। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওই স্থানে কবর আছে কি না, তা শনাক্তের পরামর্শ দিয়ে হাছান মাহমুদ আরও বলেন, সেখানে প্রকৃতপক্ষে জিয়াউর রহমানের কবর আছে কি-না- সেটি খুঁজে বের করা দরকার। এটা জাতির প্রথম প্রশ্ন। সেখানে জিয়ার কবর না থাকলে বিএনপির বিরুদ্ধে প্রতারণা করার বিচার চেয়েছেন সাবেক এই মন্ত্রী। ডাঃ সেলিনা হায়াত আইভী এতদিন ধরে যে কাজকর্ম করেছেন তাতে তিনি আবারও নাসিক নির্বাচনে জয়লাভ করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ১৪ দলও আইভীর পক্ষে ঐক্যবদ্ধ। অন্যদিকে তারা (বিএনপি) বুঝতে পেরেছে তাদের প্রার্থীর জয়লাভের কোন সম্ভাবনা নেই। তাদের নির্বাচনে অংশ নেয়ার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সেই উদ্দেশ্য নিয়েই তারা অংশ নিয়েছে। সেই কারণে তারা গত কয়েক দিন ধরে নানা কথা বলে যাচ্ছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মৃতিচারণ করে হাছান মাহমুদ বলেন, নতুন প্রজন্ম জানে না ১৯৪৭-এর পর থেকে দীর্ঘ ৯ বছর পাকিস্তান সংবিধান ছাড়াই চলছিল। তারপর সোহরাওয়ার্দীর হাত ধরে পাকিস্তানের সংবিধান রচিত হয়। শহীদ সোহরাওয়ার্দী জাতি ও আওয়ামী লীগের অহঙ্কার এবং দেশের গর্ব। আওয়ামী লীগের ইতিহাস বাদ দিয়ে জাতীয় ইতিহাস সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা আলহাজ হাসিবুর রহমার মানিক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, বাংলাদেশ শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ ও সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ্।
×