ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মনোহর পারিকার ঢাকায়

প্রকাশিত: ০৫:৫৮, ১ ডিসেম্বর ২০১৬

মনোহর পারিকার ঢাকায়

স্টাফ রিপোর্টার ॥ ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকার দুদিনের সফরে ঢাকায় এসেছেন। ঢাকা সফরে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাবে। গত ৪৫ বছরের মধ্যে দেশটির কোন প্রতিরক্ষামন্ত্রী এবারই প্রথম সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ সফর করছেন। ভারতীয় মন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকার কুর্মিটোলায় বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এসে পৌঁছান। প্রতিনিধিদলে দেশটির সেনা, নৌ এবং বিমানবাহিনীর উপপ্রধানরা রয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান। এ সময় প্রতিরক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরে মনোহর পারিকার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গেও দ্বিপক্ষীয় আলোচনা করার কথা রয়েছে তার। এছাড়া দুই দেশের বাহিনীসমূহের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সেনা, নৌ এবং বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন ভারতের সশস্ত্র বাহিনীর উর্ধতন কর্মকর্তারা। প্রতিনিধি দলটির সঙ্গে সফররত ভারতীয় সেনা, নৌ ও বিমানবাহিনীর উপ-প্রধানগণ যথাক্রমে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। সাক্ষাতকালে তাঁরা দুদেশের বাহিনীসমূহের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, নিকটবর্তী প্রতিবেশী, বিশেষ করে সীমান্ত লাগোয়া দুই দেশ- বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এ সফর হচ্ছে। প্রতিরক্ষা অবকাঠামো এবং সক্ষমতা গড়ে তোলার কাজে ঢাকাকে সহযোগিতা গিতে আগ্রহী নয়াদিল্লী। প্রতিরক্ষামন্ত্রীর বাংলাদেশ সফরের আলোচনায় মূল বিষয়ও হবে এটি। তাছাড়া দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও বিভিন্ন পর্যায়ের আলোচনায় থাকবে পাবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আগামী ১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে ভারতীয় প্রতিনিধিদলের।
×