ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভাসানীর স্মরণ সভায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৬:৩৬, ১৮ নভেম্বর ২০১৬

ভাসানীর স্মরণ সভায় বিএনপির দুই গ্রুপে  সংঘর্ষ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৭ নবেম্বর॥ অন্যান্য বছরের মতো এবারও নিজেদের মধ্যে মারামারির মধ্যদিয়ে মওলানা ভাসানীর কবর অপবিত্র করল জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে ভাসানীর ৪০তম মৃত্যুবাষির্কীর দিনে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসে কবর প্রাঙ্গণে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিএনপির দুই গ্রুপের মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। দুই গ্রুপের মারামারি ও পুলিশের লাঠিচার্জে অন্তত ১০জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমান ও শামছুজ্জামান দুদুর নেতৃত্বে টাঙ্গাইল জেলা বিএনপি সন্তোষে অবস্থিত মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মাজার সংলগ্ন এলাকায় জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। এ সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। একপক্ষ আরেক পক্ষকে চেয়ার দিয়ে পেটায়, দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। পরে উভয়গ্রুপের মধ্যে ধাওয়া ও পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
×