ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দক্ষ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক সৃষ্টিতে সহায়তা দেবে সিঙ্গাপুর

প্রকাশিত: ০৫:৩৭, ১৭ অক্টোবর ২০১৬

দক্ষ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক সৃষ্টিতে সহায়তা দেবে সিঙ্গাপুর

স্টাফ রিপোর্টার ॥ নির্মাণাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ দেশের সকল হাসপাতালের জন্য দক্ষ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স সৃষ্টিতে প্রশিক্ষণ সহায়তা দেবে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল। সিঙ্গাপুরের সরকারী জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ বার্ন চিকিৎসক ও নার্সদের একটি প্রতিনিধিদল রবিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাত করতে গিয়ে এমন আগ্রহের কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ লক্ষ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের শীঘ্রই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী নির্মাণাধীন ইনস্টিটিউটকে একটি বিশ^ মানের হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে বলেন, আগুনে দগ্ধসহ এ জাতীয় রোগের চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে।
×