ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস আজ

প্রকাশিত: ০৫:২৫, ১৬ অক্টোবর ২০১৬

বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস আজ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৫ অক্টোবর ॥ পহেলা কার্তিক। বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৬তম তিরোধান দিবস। দিনটি পালন উপলক্ষে লালনের চারণভূমি ও সাধন-ভজনের তীর্থস্থান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আঁখড়াবাড়ি চত্ব¡রে সমাবেশ ঘটছে লালন ভক্ত অনুসারী, দর্শক- শ্রোতা আর বাউল-বাউলানীদের। ‘পারে লয়ে যাও আমায়...’ লালনের অমর এ বাণীকে স্মরণ করে মঙ্গলবার থেকে এখানে শুরু হচ্ছে তিনদিনব্যাপী নানা অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে প্রথমদিন সন্ধ্যায় কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক জহির রায়হানের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এদিকে লালনের তিরোধান দিবসকে ঘিরে দেশের দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত, অনুসারী, দর্শক-শ্রোতা ও বাউল-বাউলানীর পদচারণায় ইতোমধ্যেই মুখরিত হয়ে উঠেছে লালনের আখড়াবড়ি। অনুষ্ঠানকে ঘিরে নেয়া হয়েছে র‌্যাব-পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আলোচনানুষ্ঠান শেষে শুরু হবে মনোজ্ঞ লালন সঙ্গীতের আসর।
×