ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিলেটে ছেলের পর বাবাকেও কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:৩৪, ২২ আগস্ট ২০১৬

সিলেটে ছেলের পর বাবাকেও কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট নগরীর শেখঘাটের খুলিয়াপাড়া এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কাউন্সিল শাহানারা বেগম শানুর স্বামী স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ শনিবার রাত ১২টার দিকে খুলিয়ারপাড়া থেকে গুলজার ও দুলাল নামে দুই ভাইকে আটক করেছে। এ দুজন তাজুলের ছেলে সোহান হত্যা মামলারও আসামি। শনিবার রাত ১০টার দিকে খুলিয়াপাড়া গলির মুখে তাজুলের ওপর হামলা হয়। তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তার ভাই ও স্থানীয়রা। রাত ১১টায় চিকিৎসক তাজুলকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই নুরুল ইসলাম দু-এক জন হামলাকারীকে চিনতে পেরেছেন বলে জানান। নুরুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, বন্দর থেকে তার ভাই বাসায় ফেরার পথে খুলিয়াপাড়া মাজারের কাছে এলে মুখে মরিচ ছিটিয়ে এলোপাতাড়ি হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। তিনি বলেন, এই ঘটনায় শানুর ছেলে সোহান হত্যার আসামিরা জড়িত। কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, এর আগে তাজুলের ছেলেও একইভাবে খুন হন। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তাজুল ইসলাম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট মহানগর কমিটির সদস্য। তাঁর স্ত্রী শাহানা বেগম গত মেয়াদে সিটি কর্পোরেশনের সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। প্রায় তিন বছর আগে একইভাবে তাজুলের ছেলে রায়হান ইসলামকেও কুপিয়ে হত্যা ও আরেক ছেলেকে কুপিয়ে আহত করেছিল সন্ত্রাসীরা।
×