ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জিয়াকে দেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ বলায় সুবিদ আলীর বিচার দাবি, কুশপুতুল দাহ

প্রকাশিত: ০৬:০৩, ১৯ আগস্ট ২০১৬

জিয়াকে দেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ বলায় সুবিদ আলীর বিচার দাবি, কুশপুতুল দাহ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৮ আগস্ট ॥ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি বলায় কুমিল্লা-১ আসনের এমপি সুবিদ আলী ভূঁইয়ার বিচার দাবি করেছেন কুমিল্লার তরুণ আইনজীবীরা। এসময় তারা সুবিদ আলী ভূঁইয়ার কুশপুতুল দাহ করেন। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও কুশপুতুল দাহ করা হয়। এ ঘটনায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা ও কুমিল্লা জজকোর্টের এপিপি এ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু ক্ষোভ প্রকাশ করে বলেন, সুবিদ আলী ভূঁইয়া এমপি বিএনপির প্রেতাত্মা। তিনি জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে সংবিধান অবমাননা করেছেন। তিনি খালেদা ও তারেক রহমানের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তাই অবিলম্বে তাকে দল এবং সংসদ থেকে বহিষ্কার করে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় কুমিল্লা থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচীর ঘোষণা দেয়া হবে। তবে এ বিষয়ে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের এমপি সুবিদ আলী ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয়েছে, যা ভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। বনানী থানার নতুন ওসি ফরমান স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশান জঙ্গী হামলায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহত হওয়ার পর এবার সেখানে নতুন ওসি নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এক মাস ১৭দিন পর বনানীতে নতুন ওসি দেয়া হয়েছে। একই সঙ্গে ধানম-ি ও বিমানবন্দর থানার ওসি পদেও রদবদল করা হয়েছে। ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়। ডিএমপির ই এ্যান্ড ডি বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুল লতিফকে ধানম-ি থানার ওসি, ধানম-ি থানার মোহাম্মদ নুরে আযম মিয়াকে বিমানবন্দর থানার ওসি নিয়োগ করা হয়েছে। বিমানবন্দর থানার ওসি। বিএম ফরমান আলীকে বনানী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলায় নিহত হন বনানী থানার ওসি মোঃ সালাহউদ্দিন খান।
×