ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৩৬, ১২ আগস্ট ২০১৬

উবাচ

‘আইএস’ পদক স্টাফ রিপোর্টার ॥ যারা ইসলামের নামে হত্যাকা- চালাচ্ছে তারা ইহুদীদের দোসর দাবি করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমানে কথায় কথায় মানুষ হত্যা করা হচ্ছে আর হত্যাকারীদের দেয়া হচ্ছে ‘আইএস’ পদক। ‘সন্ত্রাস-জঙ্গীবাদ ও স্বাধীনতাবিরোধীদের রুখব এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করব’ শীর্ষক এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে সম্প্রতি যেসব জঙ্গী হামলা হয়েছে তা আইএস নয়; অতীতে যারা পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করেছে তারাই এসব হামলার সঙ্গে জড়িত। মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের পক্ষ নিয়ে দেশের নিরীহ মানুষকে হত্যা করেছিল, আজ তারাই বাংলাদেশে জঙ্গী হামলা করে নিরীহ মানুষকে হত্যা করছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ আরও বলেন, তিনি (মার্শা বার্নিকাট) বলেছেন, বাংলাদেশে ‘আইএস’র কোন অস্তিত্ব নেই। বাংলাদেশের সন্ত্রাসীরাই এসব হামলা করছে। তবে তাদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসীদের সখ্য থাকতে পারে। রাষ্ট্রদূতের এ কথাতেই প্রমাণ হয়, কারা এ হামলা করাচ্ছে। তামাশা স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ‘জাম্বো সাইজের’ কমিটি বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে বছরের সেরা তামাশা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জাম্বো সাইজের কমিটি দিয়ে গণতন্ত্র উদ্ধার করাটা দুঃস্বপ্নের নামান্তর। এই জাম্বো সাইজের কমিটি বছরের সেরা তামাশা। কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বুধবার বলেছেন, বিএনপির ৫০২ সদস্যের কমিটি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করবে। বিএনপিকে প্রশ্ন করতে চাই, সর্বোচ্চ ৪৪৮ সদস্যের কমিটি কিভাবে ৫০২ সদস্য হলো? যারা নিজের দলের গণতন্ত্র বা সংবিধান লঙ্ঘন করে এ রকম কমিটি ঘোষণা করে তারা বাংলাদেশের সংবিধান বার বার লঙ্ঘন করেছে। অগণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি দিয়ে গণতন্ত্র উদ্ধার করা সম্ভব হবে না। খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, ১৫ আগস্ট আমরা শোক দিবস পালন করব আর আপনি জন্মের আনন্দে কেক কাটবেন, তা হলে ঐক্য হবে কিভাবে? যারা আমার পিতার হত্যাকারীদের পুনর্বাসন করেছে, যারা আমার বঙ্গমাতার রক্তের সঙ্গে বেইমানি করেছে, ২১ আগস্টে গ্রেনেড হামলা করে বাংলাদেশের ইতিহাসকে উল্টে দিতে চেয়েছে, কিভাবে তাদের সঙ্গে ঐক্য করব? তিনি বলেন, আজ কেন ঐক্যের কথা বলা হয়, কেন বাজপাখি বাংলার আকাশে-বাতাসে আনাগোনা করে? এই প্রশ্নের জবাব একমাত্র খালেদা জিয়ারই জানা। কারণ, এসবের জন্য তিনি দায়ী।
×