ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় বেড়েছে চাষের পরিধি

প্রকাশিত: ০৪:২১, ৫ আগস্ট ২০১৬

চকরিয়ায় বেড়েছে  চাষের পরিধি

স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, ভারি বর্ষণে মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় তেমন ক্ষতি হয়নি। এতে উৎফুল্ল চিত্তে কৃষকরা চলতি মৌসুমের অনেক আগে থেকে পুরোদমে শুরু করেছেন আমন চাষাবাদ। চকরিয়ার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় এবার ৪৮ হাজার ২৫২ একর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের চেয়ে এ বছর এক হাজার ২৫২ একর জমিতে চাষের পরিমাণ বেড়েছে। ইতোমধ্যে জুলাই মাস পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে পাঁচ হাজার একর জমিতে আমন রোপণ সম্পন্ন হয়েছে। চলতি মাসের মধ্যে এলাকার অবশিষ্ট জমিতে চাষাবাদ নিশ্চিত হবে এমনটাই জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। চকরিয়া উপজেলা কৃষি বর্গাচাষী সমিতির সভাপতি মহিউদ্দিন পুতু জানিয়েছেন, উপজেলার বুকচিরে প্রবাহিত মাতামুহুরী নদীর দুই পয়েন্টে নির্মিত দুটি স্থায়ী রাবার ড্যাম নির্মাণের ফলে নদীতে মিঠাপানির উৎস বেড়েছে। ফলে সেচসুবিধা নিশ্চিত হওয়ায় কৃষকরা চাষাবাদে নেমেছে পুরোদমে। তিনি বলেন, রাবার ড্যামের কারণে উপজেলার কৃষি ব্যবস্থা অনেকদূর এগিয়েছে। উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, অতীতের মতো চলতি মৌসুমেও কৃষি বিভাগের দিক-নির্দেশনায় কৃষকরা গুটি ইউরিয়া ও এলসিসি পদ্ধতি অনুসরণ করে আমন চাষাবাদ শুরু করেছেন।
×