ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কোন অপশক্তির কাছে মাথানত করা হবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৩৪, ২৪ জুলাই ২০১৬

কোন অপশক্তির কাছে মাথানত করা হবে না ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনার অগ্রযাত্রা রোধ করা যাবে না উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশের অগ্রগতি ব্যাহত করার জন্য গুপ্তহত্যা, জঙ্গী হামলা করা হচ্ছে। কোন অপশক্তির কাছে মাথানত করা হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তারা জ্বালাও পোড়াও, পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করে ক্ষান্ত হয়নি। এখন মসজিদের ইমাম, পুরোহিত ও উন্নয়নে অংশীদারী বিদেশীদেরও হত্যা করছে। খালেদা জিয়া সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট দেশের ভয়াবহতম জঙ্গী হামলা হয়েছিল উল্লেখ করে তিনি এও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ওই হামলা করা হয়েছিল। কিন্তু জনগণের দোয়া ও ভালবাসায় আল্লাহর রহমতে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। ৬৪ জেলায় একসঙ্গে বোমা বিস্ফোরণ, হবিগঞ্জে কিবরিয়া হত্যাকা- সংঘটিত হয়েছিল। খালেদা জিয়া তাদের গ্রেফতারও করেননি, বিচারও করেননি। কিন্তু শেখ হাসিনার দূরদর্শিতায় গুলশান হামলাকারীদের সমূলে উৎখাত করা হয়েছে। হামলার মাস্টারমাইন্ড কারা ছিল তাও পরিষ্কার হয়ে গেছে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার নেতৃত্বে কঠোরহাতে জঙ্গী দমন করা হয়েছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভায় প্রধান অতিথির সূচনা বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন। সভায় কেন্দ্রীয় ১৪ দলের নেতা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া, এসকে শিকদার, ডাঃ শাহাদত হোসেন, বাসদের রেজাউর রশিদসহ ন্যাপের ইসমাইল হোসেন এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, আমজাদ হোসেন মিলন এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, আবু ইউসুফ সূর্য্য, কেএম হোসেন আলী, এ্যাডভোকেট আব্দুর রহমান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ বক্তব্য দেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার নির্দিষ্ট একটি লক্ষ্য অর্জনের জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রযাত্রাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। এ অবস্থায় কোন অপশক্তির কাছে মাথানত করা হবে না। স্বাধীনতারপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে ওই সকল অপশক্তিকে প্রতিরোধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকল শ্রেণীপেশার মানুষের প্রতি তিনি আহ্বান জানান। তৃণমূল পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করে সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের আহ্বান জানিয়ে তিনি গ্রামে গ্রামে জনগণের শক্তিকে কাজে লাগিয়ে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টিরও আহ্বান জানান। তিনি বলেন, একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে ধর্মের নামে মানুষ হত্যা করছে, ঈদের জামায়াতে যারা হামলা চালায়, তারা মুসলমান হতে পারে না। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জঙ্গী-সন্ত্রাসবাদ প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, শুধু কমিটি গঠন করলেই চলবে না, মাঠেও থাকতে হবে। জেলা আইনশৃঙ্খলা কমিটির এই সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, এক সময় এদেশে অস্ত্রের চোরাচালান করা হতো। যে কারণে শুধু বাংলাদেশই নয়, ভারতও সমস্যার মধ্যে ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গীবিরোধী পদক্ষেপের কারণে বাংলাদেশই শুধু নিরাপদে নয়, ভারতও নিরাপদ হয়েছে। সন্ত্রাস দমনের জন্য তাদের জন্য অনেক অর্থ অপচয় করতে হতো। শেখ হাসিনা ভারতের অরক্ষিত স্থানগুলোকে ঝুঁকিমুক্ত করেছেন। ভারত উপকৃত হয়েছে বলেই আজ তারা বলছে যে কোন সমস্যায় বাংলাদেশের পাশে থাকবে তারা। ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব ছিল, আছে এবং থাকবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
×