ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যুবলীগ নেতা তরুণী ও যুবকের লাশ উদ্ধার

তিন জেলায় ৩ খুন

প্রকাশিত: ০৬:৩৯, ১৩ জুলাই ২০১৬

তিন জেলায় ৩ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রাহ্মণবাড়িয়ায় দোকানি, সিলেটে যুবক ও গাইবান্ধায় গৃহবধূকে খুন করা হয়েছে। সাতক্ষীরায় যুবলীগ নেতা, গাজীপুরে যুবক, বরিশালে তরুণীর লাশ উদ্ধার হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ব্রাহ্মণবাড়িয়া ॥ বাঞ্ছারামপুর উপজেলায় আবদুল বাতেন (৪৫) নামের এক চা বিক্রেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের উলুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উলুকান্দি গ্রামের তারু মিয়া বেপারীর ছেলে। জানা যায়, উলুকান্দি গ্রামের চা বিক্রেতা আবদুল বাতেন সোমবার বিকেলে গ্রামের উত্তর পার্শে মেঘনা নদীর বাঁধের ওপর নিজের চায়ের দোকানে যান। চা বিক্রির পর রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে যান তিনি। পরে রাত তিনটার দিকে বাড়ির দুইশ গজ দক্ষিণে জমিতে আবদুল বাতেনের লাশ পড়ে থাকতে দেখেন তার ছেলে ও স্ত্রী জাহানারা বেগম। মঙ্গলবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আবদুল বাতেনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে থানা পুলিশ। সিলেট ॥ পারিবারিক বিরোধের জের ধরে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল করীম (২৭) নামের এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় গ্রামের পার্শ্ববর্তী একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পারিবারিক বিরোধের জেরে করিমের আপন ভাইয়েরা তাকে হত্যা করে লাশ গুম করে রেখেছিল বলে অভিযোগ করেছেন করিমের স্ত্রী। জানা গেছে, রবিবার রাত ২টায় উপজেলা ফতেপুর ৫ম খ- (বানীগ্রাম) গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র আব্দুল গফুর উল্লাই (৪০), রাসেল (২৩), রাইবেল (২১) ও পাবেল (১৮)সহ পরিবারের অন্য সদস্যরা মিলে তাদের আপন ছোট ভাই করিমকে মারধর করে ভোর ৪টার দিকে লাশ গুম করে ফেলে। করিমের স্ত্রী সনিয়া বেগম জানান, রাত ২টার দিকে তার স্বামী মোবাইল ফোনে ঘরের বাইরে আলাপ করছিলেন। এ সময় পার্শ্ববর্তী ঘর থেকে এসে আব্দুল গফুর উল্লাইসহ তারা চার ভাই জোরপূর্বক করিমকে ধরে তাদের ঘরে নিয়ে যায়। এ সময় করিমের ওপর হামলা চালালে তার স্ত্রী সনিয়া, বোন সালেহা এগিয়ে এলে তাদের ওপর হামলা চালানো হয়। একপর্যায় সনিয়াকে হামলাকারীরা ঘরে ঢুকিয়ে দরজা বাইরের দিকে তালাবদ্ধ করে রাখে। করিমের বড় বোন সালেহা জানান, রাতে করিমকে তার ভাইয়েরা উঠান থেকে ধরে মারধর করে গুরুতর জখম করে। তিনি তার ভাইয়ের চিৎকার শুনে এগিয়ে আসলে তার ওপর হামলা চালায় ভাইয়রা। গাইবান্ধা ॥ সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া গ্রামে মনিরা আকতার ময়না (৩০) নামে এক গৃহবধূকে সোমবার সন্ধ্যায় হত্যার পর পুকুরে লাশ ফেলে রাখার অভিযোগ উঠেছে স্বামী লুৎফর রহমানের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে লুৎফর রহমান, শ্বশুর নবির হোসেন ও তার বাড়ির লোকজন পলাতক রয়েছে। ময়না সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামের মফিজুল হকের মেয়ে। জানা গেছে, ২০০৩ সালে ময়নার সঙ্গে লুৎফরের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর মধ্যে ময়না শারীরিক প্রতিবন্ধী এক মেয়েসহ ৪ সন্তানের জন্ম দেয়। লুৎফর প্রায়ই নির্যাতন করত। এসব বিষয়ে কয়েকবার বৈঠক হয়। সোমবার দুপুরে ময়না বাবার বাড়িতে বেড়াতে যেতে চাইলে লুৎফরের সঙ্গে বাগ্বিত-া হয়। একপর্যায়ে ময়নাকে মারপিট করে। এরপর থেকে ময়নাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে ময়নার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। সাতক্ষীরা ॥ সদর উপজেলার বিনেরপোতায় ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন মিলনের (৩২) ঝুলন্ত লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত মিলনের বাড়ি রাজশাহী জেলায়। দীর্ঘদিন থেকে তিনি সাতক্ষীরার বিনেরপোতায় ভাড়া বাড়িতে বসবাস করেন। এ এলাকায় বর্তমানে তিনি ভোটারও। পুলিশ জানিয়েছে, মিলনের দেহের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। গাজীপুর ॥ কালীগঞ্জে গাছে ঝুলন্ত খ্রীস্টান সম্প্রদায়ের এক যুবকের মরদেহ মঙ্গলবার উদ্ধার করছে পুলিশ। তার নাম প্রিন্স গমেজ (২৪)। সে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের পিঁপড়াশুর গ্রামের সিমন গমেজের ছেলে। বরিশাল ॥ মুলাদী উপজেলার মোল্লার বাজার সংলগ্ন নয়াভাঙ্গুলী নদী থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাত (১৭) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে নদীতে তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে।
×