ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যশোরে বন্দুকযুদ্ধে যুবক গুলিবিদ্ধ, অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৫:৪২, ১৪ জুন ২০১৬

যশোরে বন্দুকযুদ্ধে যুবক গুলিবিদ্ধ, অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কথিত বন্দুকযুদ্ধে পুলিশ হেফাজতে থাকা আক্তারজ্জামান ডিকু নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ আক্তারজ্জামান ডিকু শহরের খড়কী এলাকার ওলিয়ার রহমানের ছেলে। রবিবার রাত সোয়া দুইটার দিকে শহরের ধর্মতলা রেলক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটে বলে পুলিশের দাবি। পুলিশ জানান, রবিবার বিকেলে ডিকুকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে অস্ত্রের সন্ধান দেয়। রাত সোয়া দুইটার দিকে পুলিশ তাকে নিয়ে ধর্মতলা রেলক্রসিংয়ের পূর্ব দিকে একটি ব্রিজের কাছে যায় অস্ত্র উদ্ধারের জন্য। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি ছুড়ে ডিকুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পুলিশও পাল্টা জবাবে ছয় রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ডিকু আহত হয়। তাকে চিকিৎসার জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। থানার ওসি দাবি করেন, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার হয়েছে। ডিকুর বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। চোরাই মাল উদ্ধার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের যমুনার দুর্গম এলাকা গটিয়ার চরে রবিবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, ৬টি রামদা, একটি চাইনিজ কুড়াল, দুটি মোটরসাইকেল ও একটি কম্পিউটারসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। মানিকগঞ্জে মূর্তি চুরি নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৩ জুন ॥ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে গাঙ্গুলীনগর গ্রামের শ্যাম সুন্দর মন্দির থেকে অষ্টধাতুর তৈরি রাধা-কৃষ্ণের মূর্তি, স্বর্ণ ও রুপার অলংকার চুরি হয়েছে। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক অসীম সাহা জানান, প্রতিদিনের মতো মন্দিরের কাজ শেষে পুরোহিত মনোরঞ্জন চক্রবর্তী মন্দিরের পাশের ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তিনি মন্দিরে দরজা খোলা দেখতে পান। ভিতরে গিয়ে দেখেন প্রায় ১০ কেজি ওজনের অষ্টধাতুর তৈরি রাধা-কৃষ্ণের মূর্তি, দেড় ভড়ি ওজনের স্বর্ণ ও ৫ভরি ওজনের রুপার অলংকার নেই।
×