ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যশোরে ২৮৩ সংস্থার রেজিস্ট্রেশন বাতিল

প্রকাশিত: ০৪:৩৭, ৬ জুন ২০১৬

যশোরে ২৮৩ সংস্থার রেজিস্ট্রেশন বাতিল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা, অধ্যাদেশ উপেক্ষা করা, বিধি না মানাসহ পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগের কারণে জেলার ২শ’ ৮৩টি সমাজ কল্যাণ সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করেছে সরকার। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সমাজসেবা অধিদফতর নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের আলোকে ওই প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত ঘোষণাও করেছে। একই সঙ্গে আর পারিবারিক কমিটি করে সমাজ কল্যাণ সংস্থা চালু করা যাবে না বলেও হুঁশিয়ারি এসেছে। এখন থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা শাখার ছাড়পত্র ও মতামত লাগবে। আত্মীয় সম্পর্কের কেউ একই কমিটিতে থাকলে সেই প্রতিষ্ঠানটি অনুমোদন পাবে না। বিধি ভঙ্গ করে চলা আরও কিছু প্রতিষ্ঠান শনাক্ত করে মাঠে নেমেছেন অধিদফতরের কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সমাজ সেবা অধিদফতরের যশোরের উপ-পরিচালক কোহিনূর আখতার। যশোর জেলার আট উপজেলায় ১৯৬৪ সাল থেকে ২০১৬ পর্যন্ত এক হাজার ৫৬৭টি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা নিবন্ধিত হয়। সামাজিক ঐক্য ও আর্থ সামাজিক উন্নয়নসহ কল্যাণকর নানা কাজের জন্য গঠনতন্ত্র ও কমিটি উপস্থাপন করে এ নিবন্ধন গ্রহণ করা হয়। সমাজ সেবা অধিদফতরের জনবল সঙ্কট ও নানা সীমাবদ্ধতার কারণে সমাজ কল্যাণ সংস্থা নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের আলোকের বাইরেও অনেক প্রতিষ্ঠান নিবন্ধন লাভ করে। ১৯৬৪ সাল থেকে ২০০৭ সালের মধ্যে রেজিস্ট্রেশন গ্রহণ করা এক হাজার ৪শ’ সমাজ কল্যাণ প্রতিষ্ঠানের মধ্যে অনেক নিষ্ক্রিয় হয়ে পড়ে। গঠনতন্ত্র অনুযায়ী কোন প্রতিষ্ঠান প্রতি দু’বছর, আবার কোন প্রতিষ্ঠানের প্রতি তিন বছর অন্তর কমিটি অনুমোদন করার কথা। কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান তা করেনি। আবার রেজিস্ট্রেশন নিয়ে অনেকে মাইক্রো ক্রেডিট কার্যক্রম চালানো শুরু করে। অনেকে প্রতিষ্ঠান পরিবার কেন্দ্রিক পরিচালিত হওয়ায় অনিয়মে জড়িয়ে পড়ে। আর্থিক সুবিধা আদায় ও সামাজিক অবস্থান মজবুত করতে সমাজ কল্যাাণ সংস্থাকে ব্যবহার করে। সব মিলিয়ে যশোর জেলার প্রায় তিনশ’ সমাজ কল্যাণ সংস্থার বিরুদ্ধে অভিযোগযুক্ত বিভিন্ন তথ্য আসে। রংপুরে বখাটের হুমকিতে ছাত্রীর স্কুল বন্ধ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বখাটের অত্যাচারে রংপুরের বদরগঞ্জ উপজেলার নবম শ্রেণীর ছাত্রীর স্কুল যাতায়াত বন্ধ হয়ে গেছে। গত পাঁচ দিন ধরে মেয়েটি বাড়িতে বন্দী জীবনযাপন করছে। পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু বখাটের হুমকি থামছে না। জানা যায়, উপজেলার কালুপাড়া ইউপির কালুয়াপাড়া গুটিরডাঙ্গা গ্রামের লোকমান হোসেনের মেয়েটি ওই এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। অভিযোগ মতে, স্কুলে যাতায়াতের পথে একই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে চান মিয়া (৩০) তাকে কুপ্রস্তাব দেয়। গত ছয় মাস আগেও চান মেয়েটিকে লাঞ্ছিত করে। মেয়েটির বাবা উপায় না পেয়ে ওই সময় বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল।
×