ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হাসিনা মার্কেটের অগ্নিকাণ্ড ॥ তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ১৯:০৪, ২ মে ২০১৬

হাসিনা মার্কেটের অগ্নিকাণ্ড ॥ তদন্ত কমিটি গঠন

অনলাইন রিপোর্টার॥ রাজধানীর কাওরান বাজারে হাসিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজের নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে মেজর শাকিল নেওয়াজসহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুজন এবং ঢাকা সিটি কর্পোরেশনের দুজন কর্মকর্তাকে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) আলি আহম্মেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এর আগে, রবিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট কাজ করে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে।
×