ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

২০৩০ সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি থেকে ৫০ শতাংশ বিদ্যুত উৎপাদন

প্রকাশিত: ০৮:২৮, ২০ এপ্রিল ২০১৬

২০৩০ সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি থেকে ৫০ শতাংশ বিদ্যুত উৎপাদন

স্টাফ রিপোর্টার ॥ ২০২১ সালে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৩ হাজার ১৬৭ দশমিক ৮ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের লক্ষ্য রয়েছে। শুধু তাই নয়, ২১ সালের মধ্যে জ্বালানি শক্তির ১০ শতাংশ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। আর ২০৩০ সালে তা উন্নিত হবে ৫০ শতাংশে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ (স্রেডা) কর্তৃক দেশে নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে করা এক খসড়া পরিকল্পনায় সম্ভাব্য উৎপাদনের এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক এক কর্মশালায় স্রেডার পক্ষে এ তথ্য জানানো হয়। ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন (বিজিইএফ) আয়োজিত দিনব্যাপী ওই কর্মশালায় বিদেশী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ সময় জার্মানি ও তাঞ্জানিয়ার প্রতিনিধি দলের কাছে দেশের নবায়নযোগ্য জ্বালানির সর্বশেষ পরিস্থিতি ও ভবিষ্যত পরিকল্পনার লক্ষ্য তুলে ধরা হয়।
×