ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভেজাল জ্বালানি তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৫, ১৭ এপ্রিল ২০১৬

ভেজাল জ্বালানি তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভেজাল জ্বালানি তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ভেজালকারীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আগামীতে এ ব্যবস্থা আরও জোরদার করা হবে। শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার। সেমিনারে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুল ইমাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এএনএম মিজানুর রহমান, চেয়ারম্যান, এনার্জি টেকনোলজি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; মোঃ আনয়ারুল ইসলাম শিকদার, এনডিসি, অতিরিক্ত সচিব, সাসটেইনেবল এ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (সেডা); ড. মোঃ নিহাল উদ্দিন, মহাপরিচালক, জিওলজিকাল সার্ভে অব বাংলাদেশ; মোঃ হারুন-আর-রশীদ, মহাপরিচালক (যুগ্ম সচিব), হাইড্রোকার্বন ইউনিট, এনার্জি এ্যান্ড মিনারেল রিসোর্স ডিভিশন; ড. ইঞ্জিনিয়ার মোঃ আলতাব হোসাইন, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিউক্লিয়ার সায়েন্স এ্যান্ড টেকনোলজি, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি (এমআইএসটি); এডিইন বোলেস, কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ, তোল বাংলাদেশ লিমিটেড ক্রিশ গ্রুপ; কোরি আনাসটাসি, কান্ট্রি ম্যানেজার, হলবারটন ইন্টারন্যাশনাল; মোল্লা আমজাদ হোসেন, সম্পাদক, এনার্জি এ্যান্ড পাওয়ার ম্যাগাজিন; ফয়সাল আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, নাভানা পেট্রোলিয়াম লিমিটেড; মোঃ নাসের রিজভি, ব্যবস্থাপনা পরিচালক, ওরিয়েন্টাল ওয়েল কোম্পানি লিমিটেড; মোঃ সাইদুল ইসলাম, পরিচালক ও প্রধান নির্বাহী, এলএইউজিএফএস গ্যাস বাংলাদেশ লিমিটেড; খন্দকার জাকির হোসেন, জেনারেল ম্যানেজার, লাব-রিফ্ বাংলাদেশ লিমিটেড; মোঃ ইসমাইল হোসেন চৌধুরী, পরিচালক পিএসসি গবর্নমেন্ট এ্যাফেয়ার্স শেভরন বাংলাদেশ; যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. বিপ্লব কুমার বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীসহ ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
×