ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রোগী নিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ

প্রকাশিত: ০৪:০৪, ৭ মার্চ ২০১৬

রোগী নিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ মার্চ ॥ আত্রাইয়ে এক মানসিক ভারসাম্যহীন রোগিণী নিয়ে বিপাকে পড়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ। রোগী তার নিজের নাম ও থানার কথা কিছুটা বলতে পারলেও সুনির্দিষ্ট কোন পরিচয় দিতে পারছে না। ফলে ছাড়পত্র দিয়ে তাকে বিদায় দিতে পারছেন না স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আশীষ কুমার সরকার বলেন, গত ২৭ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে শাহাগোলা এলাকার লোকজন রেললাইনের পার্শ্ব থেকে মাথা ও কোমরে আঘাতপ্রাপ্ত এ রোগিণীকে নিয়ে এসে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এখানে যথারীতি তার চিকিৎসা করে কিছুটা সুস্থ হলেও মনে হচ্ছে সে ভারসাম্যহীন হয়ে পড়েছে। সে তার নাম বলছে শারমিন বয়স ২৫ বছর, তার পিতার নাম মোতালেব। গ্রামের নাম কখনও বলছে সোহাগি আবার কখনও বলছে সোনাকান্দি, থানা ইশ্বরগঞ্জ। এর বেশি সে কিছু বলতে পারছে না। মাঝে মধ্যেই সে স্বাস্থ্য কমপ্লেক্সের বেড ছেড়ে চলে যেতে চাচ্ছে। কিন্তু কার নিকট এ রোগিণীকে তারা হস্তান্তর করবেন এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ পড়েছেন চরম বিপাকে।
×