ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় অপহৃত ৩ শিশুর সন্ধান আজও মেলেনি

প্রকাশিত: ০৪:০২, ৫ মার্চ ২০১৬

আশুলিয়ায় অপহৃত ৩ শিশুর সন্ধান আজও মেলেনি

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৪ মার্চ ॥ অপহরণের আড়াই মাস পার হলেও আশুলিয়ায় অপহৃত তিন শিশুকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে, অপহৃত তিন শিশুর পরিবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। অপহৃত তিন শিশু হচ্ছে- আশুলিয়া থানাধীন ধনিয়া এলাকার শেখ সুমনের চার বছরের শিশুপুত্র শাওন, জিরাবো এলাকার চাঁন মিয়ার সাত বছরের শিশুপুত্র আনোয়ারুল ও আইয়ুব আলীর ছয় বছরের শিশুপুত্র ইমন। এদের মধ্যে আনোয়ারুল ও ইমন জিরাবো মডেল একাডেমির প্রথম শ্রেণীর ছাত্র। জানা গেছে, গত বছরের ২০ ডিসেম্বর বিকেলে জিরাবো মডেল একাডেমির প্রথম শ্রেণীর ছাত্র আনোয়ারুল ও ইমন বাড়ির পাশে খেলতে যায়। তাদেরকে দোকান থেকে চকলেট কিনে দেয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হলেও পুলিশ আজ পর্যন্ত ওই দু’শিশুকে উদ্ধার করতে পারেনি। অপরদিকে, একইদিন বিকেলে ধনিয়া এলাকার শেখ সুমনের শিশু ছেলে শাওন বাড়ির পাশের একটি বালুর মাঠে খেলা করতে যায়। সেখান থেকে কৌশলে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার মাসুম নামের এক পোশাক শ্রমিকের নামে থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও পুলিশ অজ্ঞাত কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্যও আটক করেনি। তার নামে অভিযোগ দেয়ার পরে শিশুটির বাবা-মাকে হত্যার হুমকি দিচ্ছে মাসুম। বিষয়টি পুলিশকে অবগত করা হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না।
×