ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাশবিক নির্যাতনের শিকার সিয়াম এখনও কাতরাচ্ছে

প্রকাশিত: ০৪:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

পাশবিক নির্যাতনের শিকার সিয়াম এখনও কাতরাচ্ছে

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২২ ফেব্রুয়ারি ॥ লম্পট রাজ্জাকের পাশবিক নির্যাতনের ক্ষত নিয়ে হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে ৫ বছরের শিশু সিয়াম। ৫ দিন ধরে জেলা সদর হাসপাতালের দু’তলায় সার্জারি ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন শিশু সিয়াম এখন অপরিচিত কোন পুরুষ দেখলেই আঁতকে উঠছে। জড়োসড়ো হয়ে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। একমাত্র সন্তানের করুণদশায় মুষড়ে পড়েছে তার মা-বাবা। সিয়াম সদর উপজেলার ডোবারচর গ্রামের দরিদ্র রাজমিস্ত্রি মিস্টার আলীর একমাত্র সন্তান ও স্থানীয় সাকসেস একাডেমীর প্লে গ্রুপের শিক্ষার্থী। সোমবার দুপুরে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ওই ঘটনায় থানায় মামলা হলেও এখনও গ্রেফতার হয়নি লম্পট আব্দুর রাজ্জাক। জানা যায়, ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে কাঠের বাগানে খেলা করছিল শিশু সিয়াম। ওইসময় লম্পট আব্দুর রাজ্জাক তাকে চকলেট দেয়ার প্রলোভনে ডেকে নিয়ে যায় বাগানের পাশে নিজের শ্যালো মেশিনঘরে। এরপর রাজ্জাক তার বিকৃত কামনা চরিতার্থ করতে পরনের হাফপ্যান্ট খুলে সিয়ামের ওপর পাশবিক নির্যাতন চালায়। এতে সে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তার চিৎকারে মা শিল্পী বেগমসহ আশপাশের লোকজন ওই মেশিনঘরের দিকে ছুটে গেলে সিয়ামকে ফেলে রেখেই দ্রুত সটকে পড়ে লম্পট রাজ্জাক। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পরদিন সিয়ামের হতভাগ্য বাবা লম্পট আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করলেও ৪ দিনেও গ্রেফতার হয়নি রাজ্জাক। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী মহল লম্পট রাজ্জাককে রক্ষায় আপোসরফার নামে সিয়ামের পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে। পবায় নির্যাতিত দুই শিশুর সাক্ষ্যগ্রহণ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর আদালতে জবানবন্দী দিয়েছে জেলার পবার গ্রামে নির্যাতনের শিকার দুই শিশু জাহিদ হাসান ও ইমন। সোমবার বিকেলে রাজশাহীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম ২২ ধারায় তাদের জবানবন্দী রেকর্ড করেন। পরে তাদের শিশু আদালতে হাজির করে সাক্ষী গ্রহণ করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হায়দার আলী সরকার। সাক্ষ্য গ্রহণ শেষে স্বজনদের জিম্মায় দেয়া হয় জাহিদ ও ইমনকে। রাজশাহী শিশু আদালতের এপিপি পূর্ণিমা ভট্টাচার্য বলেন, গত বৃহস্পতিবার শিশু আদালতের বিচারক হায়দার আলী সরকার ম্যাজিস্ট্রেট আদালতে দুই শিশু জাহিদ ও ইমনের জবানবন্দী রেকর্ড করার আদেশ দেন। সে আদেশের প্রেক্ষিতে দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাদের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করা হয়। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিচারক আব্দুস সালাম তাদের দুইজনের জবানবন্দী রেকর্ড করেন। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি মোবাইল ফোন চুরির সন্দেহে পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামের রাকিবের বাড়িতে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় জাহিদ ও ইমনকে। সাংবাদিক তুহিনকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২২ ফেব্রুয়ারি ॥ দৈনিক জনকণ্ঠের হবিগঞ্জ সংবাদদাতা রফিকুল হাসান তুহিন ও তাঁর পরিবারকে হত্যাচেষ্টার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সোমবার বেলা বারোটায় মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুবের সভাপতিত্বে নজরুল ইসলাম মুহির বক্তব্য রাখেন, রাধাপদ দেব সজল, আকমল হোসেন নিপু, এস এম উমেদ আলী, সালেহ এলাহী কুটি, নুরুল ইসলাম শেফুল, সৈয়দ হুমায়েদ আলী শাহীন প্রমুখ। ফ্রি মেডিক্যাল ক্যাম্প শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার ইউনাইটেড হসপিটালের উদ্যোগে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শামুরবাড়ী গ্রামের ইউনুছ খান-মাহমুদা খানম মেমোরিয়াল হেলথ কমপ্লেক্সে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশেষ এ মেডিক্যাল ক্যাম্পে ইউনাইটেড হসপিটালের প্রায় অর্ধশতাধিক হৃদরোগ, ক্যান্সার, কিডনি, মেডিসিন, চোখ, নাক-কান-গলা, শিশু এবং স্ত্রী ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞগণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন। এছাড়াও বিনামূল্যে ওষুধ বিতরণসহ এক্স-রে, আলট্রাসনোগ্রাম, ইকোকার্ডিগ্রামসহ বিভিন্ন রকম প্যাথলজি পরীক্ষা করা হয়। -বিজ্ঞপ্তি
×