ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হোটেল রেস্টুরেন্ট আকস্মিক বন্ধ হলে পর্যটন বর্ষ ক্ষতিগ্রস্ত হবে

প্রকাশিত: ০৪:৩৪, ২৪ জানুয়ারি ২০১৬

হোটেল রেস্টুরেন্ট আকস্মিক বন্ধ হলে পর্যটন বর্ষ ক্ষতিগ্রস্ত হবে

স্টাফ রিপোর্টার ॥ নীতিমালার দোহাই দিয়ে রাজধানীর আবাসিক এলাকার সব হোটেল, রেস্টুরেন্ট ও গেস্ট হাউস আকস্মিক বন্ধ করে দেয়া হলে চলতি পর্যটন বর্ষ ২০১৬ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রত্যাশিত দশ লাখ পর্যটকের আবাসন সুবিধা বিঘিœত হলে দেশ-বিদেশে সরকার বিব্রতকর অবস্থায় পড়ার আশঙ্কা দেখা দেবে। ফেডারেশন অব হোটেল গেস্ট হাউস এ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স এ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় ব্ক্তারা এসব বক্তব্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বিমান ও পর্যটনমন্ত্রি রাশেদ খান মেনন, সংগঠনের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক ফ ম আলাউদ্দিন ও কাজী আসফাক শামসসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন- সরকার এতদিন আবাসিক এলাকায় এ ধরনের হোটেল, গেষ্টহাউস ও রেস্টুরেন্ট গড়ে তোলার সুযোগ দিয়েছে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিজ্ঞান উৎসব সমাপ্ত আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আয়োজিত তিনদিনব্যাপী ‘দ্বিতীয় জাতীয় বিজ্ঞান উৎসব-২০১৬’ শনিবার ঢাকা সেনানিবাসের কলেজ প্রাঙ্গণে সমাপ্ত হয়েছে। সমাপনী দিনে বিকেলের আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ আব্দুস সালাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। এর আগে সকালের আয়োজনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকার সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। -আইএসপিআর ইস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু ইস্টার্ন ইউনিভার্সিটিতে শনিবার শুরু হয়েছে ৩ দিনব্যাপী স্প্রিং সেমিস্টারে এ্যাডমিশন ওপেন হাউস বা ভর্তি মেলা। সকাল ৯টায় শুরু হয়ে মেলা চলবে প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, উপদেষ্টা, চেয়ারপার্সন, ভর্তি ও তথ্য বিভাগের পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, উপ-পরিচালক, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীবৃন্দ। এ্যাডমিশন ওপেন হাউসে ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য আছে ভর্তি ফির ওপর ৩০% এবং তাৎক্ষণিক ভর্তিতে আকর্ষণীয় উপহার। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনÑইস্টার্ন ইউনিভার্সিটি (বাড়ি নং#২৬, রোড নং#৫, ধানম-ি, ঢাকা)। ফোন : ৯৬৭১৯১২, ৯৬৭১৯২৫ হেল্প লাইন : ০১৭৪১-৩০০০০২। -বিজ্ঞপ্তি গল্পের রাজা মিঠাই কাকু মিঠাই কাকু। মিরপুর বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকার মানুষ এই লোকটিকে মিঠাই কাকু নামে ডাকলেও তার নামের কারণ জানা যায়নি। তবে লোকটির কোন ঘরবাড়ি নেই। যেখানে রাত সেখানেই ঘুমিয়ে পড়েন। রাস্তার পাশের হোটেল ও চায়ের দোকানে বসে আড্ডা জমান। তার গল্পে খুশি হয়ে উপস্থিতরা তাকে খেতে দেন। শনিবার ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী সবিতা রহমান। ক্রিকেটপ্রেমীর কাণ্ড ২০২১ সালে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে এখন আনন্দে উদ্বেলিত হচ্ছে বাংলার ক্রিকেটপ্রেমী মানুষের হৃদয়। ’২১ সালের বিশ্বকাপটি হবে ইংল্যান্ডে। বিশ্বকাপের ট্রফিটি কেমন হতে পারে তার একটি নমুনা তৈরি করেছেন ঢাকার এক বাসিন্দা। শনিবার তার সেই ট্রফির নমুনা নিয়ে তিনি এসেছিলেন জাতীয় প্রেসক্লাবের সামনে। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী ইলিয়াস মাহমুদ।
×