ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিমটেক্সের লেনদেন শুরু ২৩ সেপ্টেম্বর

প্রকাশিত: ০০:১০, ১৭ নভেম্বর ২০১৫

সিমটেক্সের লেনদেন শুরু ২৩ সেপ্টেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি আইপিওতে আসা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন শুরু হবে আগামী ২৩ নবেম্বর সোমবার। কোম্পানিটি ডিএসইতে “এন” ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। ডিএসই সূত্রে আরও না গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ট্রেডিং কোড হবে ঝওগঞঊঢ। আর ডিএসইতে কোম্পানি কোড হবে- ১৭৪৬৯। এর আগে গত ১০ নবেম্বর মঙ্গলবার আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। প্রসঙ্গত, গত ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ লটারি ড্র অনুষ্ঠিত হয়। সূত্রে জানা গেছে, কোম্পানিটি প্রাথমিক শেয়ারহোল্ডার নেওয়ার জন্য গত ৬ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবদেন গ্রহণ করে। দেশি ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এই সময় নির্ধারণ করা হয়। আরও জানা গেছে, আইপিও আবেদন শেষ হওয়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লিমিটেডের ১৬ দশমিক ৫১ গুণ আবেদন জমা পড়েছে। ৬০ কোটি টাকার বিপরীতে ৯৯০ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। নির্ধারিত সময়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন আসে ১০ লাখ ৫৯ হাজার ২৪১টি, প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে আসে ৩৯ হাজার ৫৩৮টি, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছ থেকে আসে ১ লাখ ২৩ হাজার ৭২৪টি এবং মিউচুয়াল ফান্ডের আবেদন পড়ে ৩৬টি। সব মিলিয়ে টাকার পরিমাণ ৯৯০ কোটি ৭০ লাখ ২০ হাজার। কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে ৬০ কোটি টাকা তোলার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ হিসেবে কোম্পানির আইপিওতে আবেদন পড়েছে ১৬ দশমিক ৫১ গুণ। এর আগে, বিএসইসির ৫৫৩তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ৬০ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৯ টাকা ৬০ পয়সা । জানা গেছে, কোম্পানিটি পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে মূলধনী বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন অর্থায়ন ও আইপিওর কাজে ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।
×