ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মুনতাসীর মামুন

দীপনরা কেন খুন হয় কেন খুন হবে

প্রকাশিত: ০৬:০৯, ১১ নভেম্বর ২০১৫

দীপনরা কেন খুন হয় কেন খুন হবে

সম্প্রতি চাপাতির আঘাতে নিহত ফয়সাল আরেফিন দীপন নবী (দ.)-এর জীবন ও ইসলামের ওপর বেশ কয়েকটি ভাল বই প্রকাশ করেছিল। ঐ বইগুলো গত শতকে লিখেছিলেন কাজী আবদুল ওদুদ, ইয়াকুব আলী প্রমুখ মনীষী। ব্লগারও দীপন ছিল না। তার কুলখানিতে তার পিতা আমাদের অগ্রজ সহকর্মী আবুল কাশেম ফজলুল হক জানিয়েছেন, বরং ব্লগে ইসলামকে কটাক্ষ করে লেখা সে পছন্দ করত না। ছিল সে যুক্তিনির্ভর, বাঙালী জাতীয়তাবাদে বিশ্বাসী। [বিস্তারিত চতুরঙ্গ পাতায়, পৃষ্ঠা-৭]
×