ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তানভির হাসান

সবচেয়ে ছোট পাখি

প্রকাশিত: ০৭:২৩, ২৮ জুলাই ২০১৮

সবচেয়ে ছোট পাখি

রঙ-বেরঙের পাখ-পাখালি এবং তাদের কলতানে মুখরিত আমাদের প্রকৃতি। এত রঙের ভিড়ে আশ্চর্য সুন্দর এক রঙিন পাখি হামিং বার্ড। পৃথিবীর সব থেকে ছোট পাখি হলো এই হামিং বার্ড। পৃথিবীতে এই পাখির তিনশত এর বেশি প্রজাতি পাওয়া যায়। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকা ছাড়া অন্য মহাদেশে এদের দেখা যায় না। হামিং বার্ড ফুল থেকে মধু খাওয়ার সময়ও শূন্যে ভেসে থাকে। এভাবেই তারা এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে মধু খায়। তারা সারা দিন যেহেতু ডানা সঞ্চালনের ওপর নির্ভর করে কাটায়, এ জন্য তাদের প্রচুর শক্তির প্রয়োজন হয়। ফলে এই পাখি সারা দিনে প্রচুর খায় আর শক্তি সঞ্চয় করে। অথচ রাতের বেলা এদের উল্টো অবস্থা। তখন শুধুই বিশ্রাম। ফলে রাতে এদের ক্যালরি খরচের ভয় নেই। এই পাখি যখন ওড়ে তখন তার ডানার দ্রুত সঞ্চালনের ফলে বাতাসে গুনগুন শব্দ হয়। গুনগুন করাকে ইংরেজিতে হামিং (Humming) বলে। এ জন্যই এই পাখির নাম হামিং বার্ড। পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হলো এই হামিং বার্ড। গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এ্যান্ড কলেজ ১০ শ্রেণী
×