ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ফেব্রুয়ারিতে কে ক্র্যাফট

প্রকাশিত: ০০:৪৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

ফেব্রুয়ারিতে কে ক্র্যাফট

অমর একুশের চেতনা আমাদের সংস্কৃতি

অমর একুশের চেতনা আমাদের সংস্কৃতিতে এতটাই গভীর যে বহু বছর ধরেই এই দিনে নানা আয়োজনের সঙ্গে পোশাকেও ধারণ করা হয় একুশের শোক, শ্রদ্ধা ও গৌরবগাথা বিষয়গুলো। প্রতি বছরের মতোই কে ক্র্যাফট পূর্ণ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে এই দিনটি উপলক্ষে বিশেষ পোশাকের সংগ্রহ নিয়ে এসেছে।    
এবারের নকশা অনুপ্রেরণায় বর্ণ ও শব্দ মালার বিন্যাস, ফুলেল ও জ্যামিতিক নিয়ে সৃজনশীল অলঙ্করণে তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, লং কুর্তি, পাঞ্জাবি, শার্ট, টিশার্ট। শিশুদের জন্য রয়েছে- সালোয়ার-কামিজ, কুর্তি, টপস পাঞ্জাবি ও শার্ট।     
পরিবারের সকলের উপযোগী পোশাক এবং যুগল পোশাকসহ একুশের আয়োজন কে ক্র্যাফটের সকল বিক্রয় কেন্দ্র ছাড়াও অনলাইন শপ শধুশৎধভঃ.পড়স এবং ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে।

×