ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিজেপি মিথ্যার ডাস্টবিন ॥ মমতা

প্রকাশিত: ২১:২৯, ২৭ নভেম্বর ২০২০

বিজেপি মিথ্যার ডাস্টবিন ॥ মমতা

ভারতীয় জনতা পার্টিকে ‘মিথ্যার ডাস্টবিন’ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মতে, ‘এত কুৎসা, এত মিথ্যা অন্য কোন দলে হয় না।’ বুধবার রাজ্যের বাঁকুড়ায় জনসভা থেকে গেরুয়া শিবিরকে এক হাত নেন তিনি। বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপির সর্বভারতীয় নেতাদের ভিড় বাড়ছে পশ্চিমবঙ্গে। এদিনও তাদের ‘বাংলার বাইরের লোক’ বা বহিরাগত বলে জানান মমতা। খবর হিন্দুস্তান টাইমস অনলাইনের। মমতার কথায়, ‘বন্যা হলে, খড়া হলে ওদের পাত্তা নেই। কোভিড হলে, মাওবাদী আন্দোলনের সময় দেখা যায় না। আর আজ যখন মানুষ শান্তিতে আছে তখন কয়েকজন ‘দিল্লী কা লাড্ডু’কে বাংলায় পাঠিয়েছে অশান্তির করার জন্য। ওরা বাংলার লোক নয়। বাংলার বাইরের লোক। ওরা আপনার সব কেড়ে নেবে। সব লুঠে নেবে। বাঁকুড়ার আদিবাসী বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেন মমতা। তার অভিযোগ, ‘অসুস্থ মেয়ের চিকিৎসা করিয়ে দেবে বলে ওই আদিবাসী বাড়িটা নিয়েছিল খাওয়া-দাওয়ার জন্য। তিনি পাঁচতারা হোটেলে থেকেছেন, সেখানের রান্না করা খাবার নিয়ে এসেছেন। আর তফসিলি ভাইবোনদের সঙ্গে প্রতারণা করেছেন। বিজেপিক অপদার্থ রাজনৈতিক দল বলে আক্রমণ করে এদিন মমতা বলেন, ‘হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছে। দেশটাকে সর্বনাশ করে দিয়েছে। দেশে ৪০ শতাংশ বেকারত্ব বাড়িয়ে দিয়েছে। রেল, বিমান বেসরকারী করে দিয়েছে। অনেক জায়গায় বেতন দেয়া বন্ধ। উন্নয়নের কাজের জন্য রাজ্যগুলোকে কোন টাকাই দেয় না।
×