ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১

অসময়ে ফুটেছে চেরি ফুল

প্রকাশিত: ০৬:৩১, ২০ অক্টোবর ২০১৮

অসময়ে ফুটেছে চেরি ফুল

একেবারেই অপ্রত্যাশিতভাবে শরতকালের বিখ্যাত চেরি ফুলে ছেয়ে গেছে জাপান। যে ফুলকে জাপানীরা বলে সাকুরা। সাধারণত বসন্তে দুই সপ্তাহের জন্য ফোটে এই গোলাপী আর সাদা চেরি ফুল। এ ফুলের শোভা দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ভিড় করেন। অসময়ে চেরি ফুল ফোটার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, পরপর টাইফুনের জেরেই চেরি গাছের পাতা ঝরে গেছে। তাই ফুলে ছেয়ে গেছে -বিবিসি
×